‘সুজন মাঝি’ সিনেমা নিজ গুণে দর্শক পাবে: নিপুণ
চলতি বছর ‘সুজন মাঝি’ সিনেমার মধ্য দিয়ে আবারো বড়পর্দায় আসছেন চিত্রনায়িকা নিপুণ আক্তার। আজ শুক্রবার (৮ সেপ্টেম্বর) মুক্তি পাবে ‘সুজন মাঝি’ সিনেমা।
দেলোয়ার জাহান ঝন্টুর পরিচালনায় সিনেমাটিতে চিত্রনায়ক ফেরদৌসের সঙ্গে জুটি বেঁধেছেন নিপুণ।
গতকাল বৃহস্পতিবার বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় বলিউডের ‘জওয়ান’ সিনেমা। আর এ নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনার কোনো কমতি নেই। তবে এই আলোচনার মাঝেই ‘সুজন মাঝি’ সিনেমাটি দর্শক কতটা গ্রহণ করবে সেই প্রসঙ্গে অভিনেত্রী নিপুণ গণমাধ্যমকে বলেন, ‘দর্শক শুধু যে এক ধরনের সিনেমা দেখবে তা কিন্তু নয়। এর আগেও আমাদের দেশের হিন্দি সিনেমা মুক্তি পেয়েছে, এতে কিন্তু বাংলা সিনেমার দর্শক কমে গেছে তা কিন্তু নয়।’
নিপুণ আরও বলেন, ‘এবারের চ্যালেঞ্জটা ভারতের সঙ্গেই আমাদের এখানে সিনেমাটি মুক্তি পাচ্ছে। তবে আমার মনে হয়, যারা ‘জওয়ান’ দেখবেন তারা ‘সুজন মাঝি’ ও দেখবেন। এটি এমন একটি সিনেমা যেখানে আমাদের অপূর্ব বাংলাকে দেখা যাবে। ‘সুজন মাঝি’ নিজ গুণে দর্শক পাবে, সেটি বিশ্বাস করি।’
সারাদেশে ১৯টি প্রেক্ষাগৃহে শুক্রবার মুক্তি পাবে 'সুজন মাঝি'। সিনেমার কাহিনী, সংলাপ চিত্রনাট্য ও গান রচনা করেছেন দেলোয়ার জাহান ঝন্টু।