আইসিইউতে মোস্তফা সরয়ার ফারুকী

Looks like you've blocked notifications!
মোস্তফা সরয়ার ফারুকী। ফাইল ছবি

জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা, চিত্রনাট্যকার ও পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী অসুস্থ হয়ে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রয়েছেন। গতকাল সোমবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর পান্থপথের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন তিনি।

এ বিষয়ে সোমবার দিনগত রাত ১টার দিকে ফারুকীর স্ত্রী অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানান। তিনি লেখেন, ‘আজ (সোমবার) সন্ধ্যা থেকে মোস্তফা একটু অসুস্থ। ডাক্তারের কাছে নিতেই ডাক্তার বলল এনজিওগ্রাম করতে। করা হলো। ছোট একটা ব্রেন স্ট্রোক হয়েছে ওর।’

তিশা আরও লেখেন, ‘নিউরো আইসিইউতে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) অবজারভেশনে আছে এখন (মোস্তফা)।’ 

ফেসবুক পোস্টে ফারুকীর জন্য সবার কাছে দোয়া চেয়েছেন এই অভিনেত্রী।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ফারুকী রাজধানীর পান্থপথের একটি বেসরকারি হাসপাতালে রয়েছেন। বর্তমানে চিকিৎসকরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখলেও এখন শঙ্কামুক্ত।

সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পায় মোস্তফা সরয়ার ফারুকীর ‘সামথিং লাইক এন অটোবায়োগ্রাফি’। প্রথমবারের মতো নির্মাণের পাশাপাশি সেটিতে অভিনয়ও করেন তিনি। এতে তার সঙ্গে দেখা মিলেছে নুসরাত ইমরোজ তিশার।