২০২৫ সালে মুক্তির মিছিলে ১০ ঢালিউড সিনেমা
নতুন বছর মানে নতুন সম্ভাবনা, নতুন স্বপ্ন, আর নতুন শুরু। ইতোমধ্যে পুরোনো বছর পেরিয়ে শুরু হয়ে গেছে নতুন বছরের আগমনের লগ্ন। এই উৎসবমুখর লগ্নকে কেন্দ্র করে রকমারি চলচ্চিত্র জগতেও চলছে সাজসাজ রব। পরিবর্তনের জোয়ারের সঙ্গে তাল মিলিয়ে নতুন আঙ্গিকে প্রস্তুতি চলছে নতুন বছরের সিনেমার। এরই ধারাবাহিকতায় ২০২৫ সালে মুক্তির অপেক্ষায় থাকা বাংলাদেশি চলচ্চিত্রগুলো ঢেলে সাজাতে পারে ঢালিউডকে। কেননা প্রেক্ষাগৃহের ছবির পাশাপাশি যুগপৎভাবে ওয়েব ফিল্ম মুক্তিও দর্শকদের প্রত্যাশার খোরাপ যোগাচ্ছে। চলুন, সেগুলোর মধ্যে থেকে ১০টি সম্ভাবনাময় ঢালিউড সিনেমার ব্যাপারে জেনে নেওয়া যাক। ২০২৫ সালে মুক্তির অপেক্ষায় শীর্ষ ১০ বাংলাদেশি সিনেমা
বরবাদ
‘প্রিয়তমা’ (২০২৩)-এর পর শাকিব খান ও ইধিকা পালের দ্বিতীয় চলচ্চিত্র ‘বরবাদ’। সিনেমাটির নির্দেশনার মধ্য দিয়ে পূর্ণদৈর্ঘ্য পর্দায় অভিষেক হতে যাচ্ছে নাট্য নির্মাতা মেহেদী হাসান হৃদয়ের। রিয়েল এনার্জি প্রোডাকশন প্রযোজিত ছবিটির বিশেষ আকর্ষণ হিসেবে আছেন ভারতের অভিনেতা যীশু সেনগুপ্ত। আইটেম গানে থাকছেন ভারতীয় বাংলা সিনেমার অভিনেত্রী নুসরাত জাহান। এছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মানব সাচদেব ও মিশা সওদাগর। অ্যাকশন ঘরানার ছবিটির দৃশ্য পরিচালনা করেছেন টলিউড ও বলিউডের অ্যাকশন ডিরেক্টর রবি বর্মা। ছবির কণ্ঠশিল্পী হিসেবে রয়েছেন প্রীতমসহ বলিউডের কিছু শিল্পী।
প্রায় ১৫ কোটি টাকা বাজেটে নির্মিত হচ্ছে চলচ্চিত্রটি, যা মুক্তির লগ্নে বাংলাদেশি সিনেমার জন্য রেকর্ড সৃষ্টি করবে! এখন পর্যন্ত ২০২৫-এর ঈদুল ফিতরে এই চলচ্চিত্রের মুক্তির দিনক্ষণ নির্ধারিত হয়ে আছে।
দাগি
‘সুড়ঙ্গ’ (২০২৩)-এ ব্যাপক জনপ্রিয়তার রেশ ধরে আফরান নিশো ও তমা মির্জাকে নিয়ে নির্মিত হচ্ছে ‘দাগি’। এর প্রযোজনায় রয়েছে যৌথ ভাবে ওটিটি প্ল্যাটফর্ম চরকি ও এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড। পরিচালনায় রয়েছেন শিহাব শাহীন এবং ‘ছুঁয়ে দিলে মন’ (২০১৫)-এর পর বড় পর্দায় এটি নির্মাতার দ্বিতীয় কাজ। নিশো-তমা জুটির পাশাপাশি একটি বিশেষ চরিত্রে দেখা যাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত তারকা সুনেরাহ বিনতে কামাল।
রোমান্স, ড্রামা ও অ্যাকশনের মিশেলে গড়া চিত্রনাট্যে ছবিতে পরিবেশন করা হবে মূল চরিত্রের প্রায়শ্চিত্য ও মুক্তির গল্প। আসছে বছর রোযার ঈদে শাকিবের ‘বরবাদ’-এর সঙ্গে প্রতিযোগিতা করবে চলচ্চিত্রটি।
ঠিকানা বাংলাদেশ
‘দেবী’(২০১৮)-তে ব্যাপক সাফল্যের পর দীর্ঘ বিরতি শেষে নতুন সিনেমা নিয়ে ফিরছেন নির্মাতা অনম বিশ্বাস। আগে শিরোনাম ‘ফুটবল ৭১’ ঠিক করা হলেও পরবর্তীতে তা বদলে করা হয়েছেন ‘ঠিকানা বাংলাদেশ’।
১৯৭১ সালের মুক্তিযুদ্ধে স্বাধীন বাংলা ফুটবল দলের বীরত্বগাঁথা নিয়ে নির্মাণ করা হয়েছে চলচ্চিত্রটি। দেশের বাইরে স্বাধীন বাংলাদেশের লাল-সবুজের পতাকা প্রথম উড়েছিল এই ফুটবল দলের হাতে। বাংলাদেশের ইতিহাসের এই গুরুত্বপূর্ণ লগ্নটির চিত্রায়ন ঘটবে এই সিনেমাতে। সিনেমার শ্রেষ্ঠাংশে অভিনয় করেছেন আরিফিন শুভ, ইরফান সাজ্জাদ, নুসরাত ফারিয়া, খায়রুল বাসার এবং বাধন লিংকন। ২০১৯-২০ অর্থ বছরে সরকারি অনুদানে নির্মিত চলচ্চিত্রটি আগামী বছরেই মুক্তির কথা চলছে।
নীলচক্র
সামনের বছর মুক্তির অপেক্ষায় থাকা আরেফিন শুভ’র আরও একটি সিনেমা ‘নীলচক্র’। এখানে তার বিপরীতে অভিনয় করেছেন ‘কাজলরেখা’ (২০২৪)-খ্যাত অভিনেত্রী মন্দিরা চক্রবর্তী। সিনেমার গল্প, চিত্রনাট্য ও পরিচালনা করছেন মিঠু খান। চিত্রনাট্যে তার সঙ্গে যৌথভাবে কাজ করছেন নাজিম উদ দৌলা।
ক্রাইম ঘরানার মুভিটির কাহিনী অনলাইন জগতের অন্ধকার দিক এবং তার নেতিবাচক প্রভাব নিয়ে। ইন্টারনেট প্রযুক্তির এক যুগান্তকারি অবদান হলেও এর পরতে পরতে রয়েছে ভয়াবহ ফাঁদ। এই ফাঁদে পড়ে অনেকে পাচার হয়ে যায়, এমনকি মৃত্যুর ঘটনাও ঘটে। এরকমি এক গল্প নিয়ে এগিয়ে ‘নীলচক্র’-এর কাহিনী। বাংলাদেশি চলচ্চিত্রটি ইতিমধ্যে আমেরিকান ফিল্ম মার্কেটে ওয়ার্ল্ড প্রিমিয়ার পেয়েছে।
এর মাধ্যমে প্রথমবারের মতো সিনেমায় পদার্পণ ঘটছে সংগীতশিল্পী বালামের। এতে শুভ-মন্দিরা জুটির সহ শিল্পীরা হলেন ফজলুর রহমান বাবু, শিরীন আলম, দীপান্বিতা মার্টিন, খালেদা আক্তার কল্পনা, প্রিয়ন্তী ঊর্বী, শাহেদ আলী, টাইগার রবি, মনির আহমেদ শাকিল এবং মাসুম রেজওয়ান।
রিকশা গার্ল
বিভিন্ন দেশের চলচ্চিত্র উৎসব ঘুরে অবশেষে দেশের প্রেক্ষাগৃহে প্রদর্শিত হতে যাচ্ছে ‘রিকশা গার্ল’। অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত চলচ্চিত্রটি মুক্তি পাচ্ছে আগামী বছরের জানুয়ারির তৃতীয় সপ্তাহে। ‘আয়নাবাজি’ (২০১৬)-তে বহুল প্রশংসিত হওয়ার পর এটি নির্মাতার বড় পর্দায় দ্বিতীয় কাজ। এর প্রযোজনায় অমিতাভের সঙ্গে যৌথভাবে অংশ নিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রযোজক এরিক জে. অ্যাডামস। সিনেমার গল্প নেওয়া হয়েছে ২০০৭ সালের নিউইয়র্কের অন্যতম সর্বাধিক বিক্রিত বই ‘রিক্শা গার্ল’ থেকে। কিশোর উপন্যাসটির রচয়িতা ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান লেখিকা মিতালী পারকিন্স।
বাংলাদেশের একটি নিম্নবিত্ত পরিবারের মেয়ে সংসারের হাল ধরতে ছেলে সেজে অসুস্থ বাবার রিকশা চালানো শুরু করে। হঠাৎ একদিন এক দুর্ঘটনায় রিকশাটি বিকল হয়ে গেলে তা মেরামতের জন্য জড়িয়ে পড়তে হয় নানা বিড়ম্বনায়।
এমনি গল্পের ওপর ভিত্তি করে মুভির চিত্রনাট্য গড়েছেন নাসিফ আমিন ও শর্বরী জোহরা। ছবির নাম ভূমিকায় রয়েছেন নভেরা রহমান। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন মোমেনা চৌধুরী, নরেশ ভুইয়া, অ্যালেন শুভ্রকে এবং ৯০ দশকের জনপ্রিয় অভিনেত্রী চম্পা।
মধ্যবিত্ত
সিনে মিডিয়া ও দি অভি কথাচিত্রের ব্যানারে নির্মিত এই চলচ্চিত্রের নির্দেশনা দিয়েছেন নব্য পরিচালক তানভীর হাসান। নাট্যধর্মী চলচ্চিত্রটিতে উঠে এসেছে মধ্যবিত্ত শ্রেণির জীবন-সংগ্রামের কথোকতা। এতে প্রধান চরিত্রগুলোতে অভিনয় করেছেন রিয়াজুল রিজু, এলিনা শাম্মী, ওমর মালিক, শিশির সরদার, সাবেরি আলম, মাইশা প্রাপ্তি, আব্দুল্লাহ রানা এবং প্রয়াত মাসুম আজিজ। এছাড়াও বিভিন্ন ভূমিকায় দেখা যাবে শবনম পারভীন, রেবেকা রউফ, সমু চৌধুরী, আমীর সিরাজী এবং সোহেল রানাকে। চলচ্চিত্রটির মুক্তির তারিখ নির্ধারিত হয়েছে ২০২৫ সালের একদম শুরুতে; ৩ জানুয়ারি।
হাউ সুইট
‘অসময়’ (২০২৪)-এর দ্বিতীয় ওয়েব ফিল্ম নিয়ে আসছেন ছোট পর্দার আলোচিত নির্মাতা কাজল আরেফিন অমি। ছবির প্রধান কাস্ট নাট্য জগতের জনপ্রিয় দুই অভিনয়শিল্পী; জিয়াউল ফারুক অপূর্ব এবং তাসনিয়া ফারিন। নাচে-গানে ভরপুর রোমান্টিক কমেডি ঘরানার সিনেমাটিতে আরও দেখা যাবে শিমুল শর্মা, সাইদুর রহমান পাভেল এবং বাচ্চুকে। ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ প্রযোজিত মুভিটি ২০২৫ সালের ভালোবাসা দিবস উপলক্ষ্যে বঙ্গতে স্ট্রিমিংয়ের জন্য উন্মুক্ত করা হবে।
সাবা
‘প্রিয় মালতী’ আগে মুক্তি পেলেও মেহজাবীন চৌধুরী আগে শুটিং করেছিলেন ‘সাবা’ চলচ্চিত্রটিতে। সেই দিক থেকে বলা যায় ‘সাবা’ বড় পর্দায় মেহজাবীনের প্রথম কাজ। মাকসুদ হোসেন পরিচালিত চলচ্চিত্রটির আন্তর্জাতিক সফর এখনও শেষ হয়নি। কান চলচ্চিত্র উৎসব, কানাডা, দক্ষিণ কোরিয়া, ইন্দোনেশিয়া ও ভারত ঘুরে মুভিটির বর্তমান অবস্থান সৌদি আরব-এ। আসছে বছর বাংলাদেশের দর্শকরাও দেখতে পাবে ছবিটি।
চলচ্চিত্রটির কাহিনী রচিত হয়েছে দুই যুগ আগের একটি সড়ক দুর্ঘটনার পটভূমিতে, যার শিকার ছিল ১২ বছরের এক কিশোরী এবং তার মা। দুর্ঘটনার পর পঙ্গু মা ও মানসিকভাবে জরাগ্রস্ত সেই কিশোরীর জীবনকে নিয়েই এগিয়ে চলে মুভির চিত্রনাট্য। রচনায় যৌথভাবে ছিলেন ত্রিলোরা খান এবং স্বয়ং পরিচালক নিজে। ফিউশন পিকচার্স প্রযোজিত ছবিটিতে মেহজাবীনের প্রধান সহশিল্পীরা হলেন মোস্তফা মনওয়ার এবং রোকেয়া প্রাচী।
পিনিক
জাহিদ জুয়েল পরিচালিত এই সিনেমাটির মধ্য দিয়ে প্রথমবারের মতো খল নায়িকা হিসেবে দর্শকদের সামনে হাজির হবেন শবনম বুবলী। ‘তালাশ’ (২০২২) ও ‘লোকাল’ (২০২৩)-এর পর এই চলচ্চিত্রে তৃতীয়বারের মতো বুবলীর প্রধান সহ শিল্পী হিসেবে দেখা যাবে আদর আজাদকে। প্রতিশোধ ও পাল্টা প্রতিশোধের গল্প নিয়ে বানানো মুভিটিতে থাকবে অ্যাকশন, সাস্পেন্স ও থ্রিলারের সংমিশ্রণ। শিমুল খান প্রযোজিত ছবিটি মুক্তি দেওয়া হবে আগামী বছরের ঈদুল ফিতরে।
ঘুমপরি
‘কাছের মানুষ দূরে থুইয়া’ (২০২৪) দিয়ে দর্শকদের মন জয় করার পর আবারও একটি ওয়েব ফিল্মে দেখা যাবে প্রীতম হাসানকে। ভালোবাসা, নাটকীয়তা ও রহস্যের এক অপূর্ব মেলবন্ধনে রচিত এই সিনেমার শিরোনাম ‘ঘুমপরি’। জাহিদ প্রীতমের নির্দেশনায় এটিও বানানো হচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম চরকির জন্য। এতে প্রধান নারী চরিত্রে থাকছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা।
সিনেমাটিতে চমক হিসেবে থাকছে পারশা মাহজাবীনের অভিনয়। তিনি সম্প্রতি ‘চলো ভুলে যাই’ গান গেয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন। ওয়েব কন্টেন্টটি চরকির দর্শকদের জন্য উন্মুক্ত করা হবে ২০২৫-এর ভালবাসা দিবসে।
সর্বশেষ, ২০২৫ সালের মুক্তির অপেক্ষায় থাকা এই ১০টি বাংলাদেশি সিনেমা প্রেক্ষাগৃহ ও ওটিটি দুই প্ল্যাটফর্মেরই গুরুত্ব বহন করছে। সুপারহিট তকমা নিয়ে প্রতিযোগিতায় অবতীর্ণ হওয়ার প্রতিশ্রুতি রাখছে ‘বরবাদ’ ও ‘দাগি’। গল্পে পরিবর্তনের ধারা অব্যাহত রাখার ধারাবাহিকতায় দর্শকপ্রিয়তা পেতে পারে ‘নীলচক্র’ ও ‘পিনিক’।‘ঠিকানা বাংলাদেশ’, ‘মধ্যবিত্ত’, ‘রিক্শা গার্ল’ ও ‘সাবা’র মাধ্যমে কিছু অনবদ্য চিত্রনাট্যের প্রস্তাবনা থাকছে নতুন বছরে। সেখানে রূপালী পর্দায় ছোট পর্দার মানুষদের প্রতিভাবান কাজের সাক্ষর রাখার বিরাট দৃষ্টান্ত উপস্থাপন করতে পারে ‘হাউ সুইট’ ও ‘ঘুমপরি’। সব মিলিয়ে বৈচিত্র্যের মধ্য দিয়ে দুর্দান্ত এক চলচ্চিত্রময় বছরের প্রত্যাশা রাখছে ঢালিউড।