শিক্ষা মন্ত্রণালয়ের প্রভাষক ও ওয়ার্কশপ মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার পদে মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ
শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের প্রভাষক ও ওয়ার্কশপ মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার পদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। মোঃ নজরুল ইসলাম (পরীক্ষা নিয়ন্ত্রক (নন-ক্যাডার) ও যুগ্মসচিব) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ সংক্রান্ত তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কারিগরি শিক্ষা অধিদপ্তরাধীন বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের প্রভাষক (সিভিল ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স), প্রভাষক (নন-টেক/পদার্থ/রসায়ন/গণিত) ও মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার পদে প্রার্থীদের মৌখিক পরীক্ষা আগামী ১৩ ও ১৪ মার্চ অনুষ্ঠিত হবে। পরীক্ষাটি বাংলাদেশ কর্ম কমিশন সচিবালয়ে নেওয়া হবে।
কোনো প্রার্থীর প্রবেশপত্র হারিয়ে গেলে বা নষ্ট হলে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইট www.bpsc.gov.bd অথবা টেলিটকের ওয়েবসাইট http:/bpsc.teletalk.com.bd থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে। প্রার্থীদের অবশ্যই কোভিড-১৯ সংক্রান্ত স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
বিস্তারিত বিজ্ঞপ্তিতে