আকর্ষণীয় ত্বক পেতে চান? চড় মারুন নিজের গালে!

Looks like you've blocked notifications!

ত্বককে মসৃণ, নিখুঁত ও আকর্ষণীয় ত্বক পেতে মানুষের চেষ্টার অন্ত নেই। একসময় ত্বকের যত্ন নিতে নারীদের বেশি তৎপর হতে দেখা গেলেও এখন সময় পাল্টেছে। ইদানীং ত্বকের প্রতি যত্নশীল হতে দেখা যাচ্ছে পুরুষদেরও। তবে কর্মজীবী অনেক নারী-পুরুষই সময়ের অভাবে ইচ্ছে থাকা সত্ত্বেও ত্বকের প্রতি ঠিকঠাক খেয়াল রাখতে পারেন না। আর চড় পদ্ধতি তাঁদের জন্য এনে দিতে পারে সমাধান!

ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজের প্রতিবেদনে জানা যায়, ত্বক ভালো রাখতে মুখে ক্লিনজার, টোনার, ময়েশ্চারাইজার ব্যবহার করেন অনেকেই। তবে সুন্দর ত্বক এনে দিতে জাদুকরি ভূমিকা রাখে চড়। অন্তত কোরিয়ার নারীদের সুন্দর ত্বকের রহস্য নাকি এই অদ্ভুত পদ্ধতিটিই।  ত্বকে চড় মারলে ঠিক কী কী সুফল পাওয়া যায়, তা দেখে নেওয়া যাক—

ত্বকে চড় মারার উপকারিতা

# বিউটি সিস্টেম হিসেবে মুখে হালকা করে চড় মারলে ভালো থাকে ত্বক।

# রক্ত চলাচল স্বাভাবিক রাখতে ত্বকে আঙুল দিয়ে আঘাত করলে উন্নতি হয় এবং ত্বকের উজ্জ্বলতা বাড়ায়।

# ত্বকে চড় মারলে তা বার্ধক্য আসতে বাধা দেয় এবং নতুন কোষ তৈরিতে সাহায্য করে।

# ত্বকে চড় মারার ফলে ত্বকের ওপরে ব্যবহার করা ক্রিম ভালোভাবে শোষণ করতে পারে।

# ত্বকে চড় মারলে তা কোলাজেন উৎপন্ন করে। ফলে বলিরেখা কমে যায়।

# চড় ত্বককে নরম ও কোমল রাখতে সাহায্য করে।