গরমে বড় চুল সামলানোর ৮ উপায়

Looks like you've blocked notifications!
ছবি- ফ্রিপিক

কাল বৃষ্টিতে কিছুটা স্বস্তি মিললেও, আজ কিন্তু বাইরে রোদ। ঈদে এই রোদেলা দিনে ঘুরে বেড়াতে সুবিধা হবে। বৃষ্টি থাকলে যা সম্ভব হতো না।

নতুন পোশাক তো থাকছেই। তার সাথে মানিয়ে চুল সেট করাও কিন্তু সময়সাপেক্ষ ব্যাপার। চুল বড় থাকলে নানা ভাবে চুল সাজিয়ে নেওয়া যায়। কিন্তু এর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ঘাম। চুল লম্বা থাকলে তাপ থেকে রক্ষা করার চেষ্টা করুন।

হেয়ার ড্রাই এড়িয়ে চলুন

হেয়ার ড্রাই চুলের ক্ষতি করতে পারে।  তাই গরমের সময় এটি ব্যবহার না করাই ভাল। এর পরিবর্তে, আপনার চুল বাতাসে শুকিয়ে নিন। চুল সহজে রুক্ষ হবে না।

টুপি পরুন

একটি চওড়া টুপি বা বেসবল ক্যাপ পড়ুন। এগুলো আপনার চুলকে রোদ থেকে রক্ষা করতে সাহায্য করবে। মাথার ত্বক ঠাণ্ডা থাকবে।

হাইড্রেটেড থাকুন

স্বাস্থ্যকর চুল পেতে প্রচুর পানি পান করুন। নিজেকে হাইড্রেটেড রাখতে প্রতিদিন কমপক্ষে 8 গ্লাস পানি পান করতে ভুলবেন না।

নিজেকে শীতল রাখুন

নিজেকে শীতল রাখার চেষ্টা করুন। দিনে ২-৩ বার গোসল করুন। চুল পরিষ্কার রাখুন। এতে মাথা ঠাণ্ডা থাকবে। ঘাম কম হবে।

কন্ডিশনার ব্যবহার করুন

গরমের সময় চুল স্বাস্থ্যকর রাখার একটি দুর্দান্ত উপায় কন্ডিশনিং করা। সপ্তাহে অন্তত চার দিন চুল কন্ডিশনিং করুন।

চুলে তেল লাগান

চুলে এবং মাথার ত্বকে হালকা করে তেল লাগান। এতে আর্দ্রতা বজায় থাকবে। চুল তাপ থেকে রক্ষা পাবে।

হেয়ার মাস্ক ব্যবহার করুন

চুলের যত্নের রুটিনে হেয়ার মাস্ক অন্তর্ভুক্ত করুন। এতে চুল স্বাস্থ্যকর এবং হাইড্রেটেড থাকবে।

চুল পিছনে বাঁধুন

তাপমাত্রা বেশি গরম থাকলে হেডব্যান্ড দিয়ে চুল পিছনে বেঁধে নিন। এতে চুল ঘাড় থেকে দূরে থাকবে। মাথা ঠাণ্ডা থাকবে।

সূত্র- বোল্ডস্কাই