ঘরেই বসেই তৈরি করুন ভিটামিন সি সিরাম

Looks like you've blocked notifications!
ছবি- ফ্রিপিক

ত্বকের জন্য ভিটামিন সি সিরাম সবচেয়ে উপকারী। এটি ত্বককে ট্যান থেকে রক্ষা করে। সূর্যের ইউভি রশ্মি থেকে ত্বক সুরক্ষিত রাখে। চর্মরোগ বিশেষজ্ঞদের মতে, ভিটামিন সি সিরাম ত্বকের ডার্ক সার্কেল দূর করে। বলিরেখা সারিয়ে তুলবে। চাইলে আপনিও বাড়িতে বসে এই সিরাম বানিয়ে নিতে পারেন।

ভিটামিন সি সিরাম কীভাবে তৈরি করবেন

ভিটামিন সি সিরাম তৈরি করতে কমলার খোসা, গোলাপ জল, অ্যালোভেরা জেল, গ্লিসারিন এবং ভিটামিন ই ক্যাপসুল লাগবে। এবার সব মিশ্রণগুলো একবারে ব্লেন্ড করে নিন। এরপর এক সপ্তাহ পর্যন্ত ব্যবহার করতে পারবেন। নিয়মিত ঘাড়ে ও মুখে এই সিরাম ঘষুন। এই সিরাম ব্যবহারে আপনার মুখে উজ্জ্বলতা আনবে।

প্রাকৃতিক ভিটামিন সি সিরামের উপকারিতা

ভিটামিন সি সিরামে ব্যবহৃত গোলাপ জল ত্বকের পিএইচ লেভেল ঠিক রাখতে সাহায্য করে। এ ছাড়া, গোলাপ জল ত্বককে হাইড্রেটেড রাখতেও সাহায্য করে। সাধারণত ফেসপ্যাকের জন্য গোলাপ জল ব্যবহার করা হয়। অ্যালোভেরা জেল ময়েশ্চারাইজার হিসেবে বেশ কার্যকর উপাদান। এটি ত্বকের দাগ দূর করে। আমরা অনেকেই কমলালেবু খাওয়ার পর অনেকেই এর খোসা ফেলে দেই। কিন্তু এই খোসাগুলো ত্বকের জন্য বেশ উপকারী। এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং ফলিক অ্যাসিড থাকে। যা ত্বকের কালো দাগ দূর করে।

সূত্র- নিউজ ট্রাক