জামায় সসের দাগ লেগেছে? তুলে ফেলুন এই সহজ উপায়ে

Looks like you've blocked notifications!
জামায় সসের দাগ লাগা বেশ অস্বস্তিকর। ছবি : সংগৃহীত

জামা-কাপড়ে সসের দাগ লাগা মোটেই স্বস্তিদায়ক নয়। সবচেয়ে বেশি ঝামেলা হয়, যখন সাবান দিয়ে ধোয়ার পরও লালচে একটা ভাব থেকে যায়। তবে কিছু উপাদান ও পদ্ধতি রয়েছে, যেগুলো ব্যবহার করলে সহজেই উঠে আসবে এই দাগ।

জামায় সসের দাগ তোলার কৌশল জানিয়েছে জীবনধারাবিষয়ক ওয়েবসাইট ওইকিহাউ।   

  • যত দ্রুত সম্ভব জামা থেকে সস মুছে নিন। টিস্যু বা কাগজ দিয়ে মুছে নিতে পারেন।
  • এরপর সস লাগা জায়গাটি পানি দিয়ে ধুয়ে ফেলুন।   
  • এবার থালাবাসন ধোয়ার সাবান দিয়ে জায়গাটি ঘষুন। তবে এ ধরনের সাবানে কাপড়ের ক্ষতি হতে পারে মনে হলে কাপড় ধোয়ার ডিটারজেন্ট ব্যবহার করতে পারেন।
  • এরপর সাদা কাপড় হলে ভিনেগার, হাইড্রোজেন পারঅক্সাইড স্পঞ্জে লাগিয়ে কাপড়ের ওপর ঘষুন।
  • কাপড় ধুয়ে ফেলুন। অবশ্যই সূর্যের আলোতে কাপড়টি শুকান।