পরীর ‘প্রীতিলতা’ লুকের নেপথ্যে বিপ্লব সাহা

Looks like you've blocked notifications!
ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহা ও ‘প্রীতিলতা’ লুকে পরী। ছবি : কোলাজ

গ্ল্যামার ভেঙে সংগ্রামী প্রীতিলতা চরিত্রে দেখা দিয়েছেন ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরী মণি। ২০ জুলাই সন্ধ্যায় ‘প্রীতিলতা’ সিনেমার ফেসবুক পেজে ফার্স্ট লুক প্রকাশ করা হয়েছে, যা এরই মধ্যে অন্তর্জালে প্রশংসা কুড়াচ্ছে।

১৯ জুলাই প্রীতিলতার লুক সেট ও লুক টেস্টের আয়োজন করেছিল সিনেমাটির নির্মাতা প্রতিষ্ঠান ইউফরসি। ক্যারেক্টার প্রেজেন্টেশন, আর্ট ডিরেকশন, স্টাইলিং ও কোরিওগ্রাফিতে ছিলেন বিশ্বরঙের কর্ণধার ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহা। ক্যানভাস স্টুডিওতে এই ফটোশুট করেন অনিক চন্দ্র।

পরীর ‘প্রীতিলতা’ লুকের নেপথ্যে যিনি সেই বিপ্লব সাহা জানালেন, ‘কাজটির জন্য হাতে সময় কম ছিল। মাত্র দুদিনে ১০০ বছর আগের শাড়ি-ব্লাউজ-গয়না জোগাড় করতে হয়েছে। যেহেতু আমি আমার দেশীয় ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি নিয়ে কাজ করতে পছন্দ করি এবং গত ২৫ বছরে বিশিষ্ট ব্যক্তিদের ক্যারেক্টার প্রেজেন্টেশনের কাজ করেছি, সে জন্য কাজটা করতে কিছুটা সহজ হয়েছে।’

টিম ‘প্রীতিলতা’র একাংশ। ছবি : সংগৃহীত

পরীর লুক প্রসঙ্গে বিপ্লব সাহার ভাষ্য, ‘গ্ল্যামারাস মুখ পরী মণির মধ্য থেকে বের করে আনতে হবে, এ যেন আরেক অগ্নিপরীক্ষা। আমার যত সৃষ্টিশীল কাজ, তার বেশির ভাগই আমি আমার নিজের ইচ্ছায় ও প্রয়োজনে করে থাকি। সেটার আনন্দের জায়গাটা ভিন্ন। এমনিতে নতুন প্রজন্মের কাউকে নিয়ে কাজ করতে কেন জানি না খুব একটা আরাম বোধ করি না। সব সময় এক প্রকার শঙ্কা ও ভয় কাজ করে। কিন্তু মিরপুর পারসোনাতে পৌঁছানোর পর শেষ করা পর্যন্ত নতুন এক পরী মণিকে আবিষ্কার করেছি। একজন ডিরেক্টর হয়তো এমন শিল্পী খোঁজেন সব সময়। আমার সব শঙ্কা, ভয়, আতঙ্ক, দুশ্চিন্তা যেন দূর হয়ে গেল। পারসোনা পরিবারের সহযোগিতা ছাড়া আমার একার পক্ষে করা সম্ভব ছিল না কাজটি। এ ছাড়া প্রীতিলতা টিমের প্রত্যেকটি মানুষের আন্তরিকতার খুব সুন্দর একটা স্মৃতি রয়ে গেল এই পোস্টারের সাথে।’

আগস্ট থেকে চট্টগ্রামের বিভিন্ন লোকেশনে ‘প্রীতিলতা’ সিনেমার শেষ ধাপের শুটে অংশ নিতে যাচ্ছেন পরী মণি। ব্রিটিশবিরোধী আন্দোলনের অন্যতম যোদ্ধা এবং প্রথম বিপ্লবী নারী শহীদ প্রীতিলতা ওয়াদ্দেদারকে নিয়ে নির্মিত হচ্ছে সিনেমা ‘প্রীতিলতা’। গোলাম রাব্বানীর রচনায় সিনেমাটি পরিচালনা করছে তরুণ নির্মাতা রাশিদ পলাশ।

গেল বছরের নভেম্বরে সিনেমাটির শুট শুরু হয়। রাজধানীর উত্তরা, তেজগাঁও, পুরান ঢাকায় মাত্র আট দিন সিনেমাটির প্রথম লটের শুট হয়। সিনেমাটির প্রথম লটের শুটিংয়ে পরী মণি ছাড়াও অভিনয় করছেন তানভীর, মামুন বিশ্বাস, সাইফ চন্দন, মুকুল সিরাজী, রিপা, আর এ রাহুল, রাজু খান, আফরিনা বুলবুল ও অন্যরা। শেষ লটে নতুন আরও শিল্পী যুক্ত হবেন।

সিনেমাটির একটি গানে কণ্ঠ দিয়েছেন পশ্চিমবঙ্গের প্রখ্যাত শিল্পী কবির সুমন, আরেকটি গান থাকছে সাব্বির নাসিরের কণ্ঠে। কসটিউম ডিজাইনার হিসেবে আছেন বিবি রাসেল।