ফ্লাওয়ার ডে আজ

Looks like you've blocked notifications!
ছবি- পিন্টারেস্ট

আজ ২১ মার্চ।  ফ্লাওয়ার ডে। প্রতিবছর আজকের দিনে ফ্লাওয়ার ডে উদযাপন করা হয়ে থাকে। বসন্ত মানেই রঙিন কুঁড়ি এবং পাপড়ির উঁকি দেওয়া। শীতকালের রুক্ষতার পর বসন্ত আসে ফুলের সুবাস নিয়ে। ফুল নিখুঁতভাবে বসন্তের সাথে যুক্ত।

ফুল এবং মানুষের যোগসূত্র প্যালিওলিথিক যুগ থেকে দেখা যায়। এসময় উপহার হিসাবে ফুল দেওয়া জীবন এবং সমাজের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল। সভ্যতা জুড়ে, প্রাচীন পৌরাণিক কাহিনী এবং গল্পগুলিতে ফুলের উপস্থিতি খুবই গুরুত্ব দেওয়া হত। প্রাচীন গ্রীকরা ফুলকে শ্রদ্ধা করত। ফুলকে বিভিন্ন দেবতার সাথে তুলনা করত। ফ্লাওয়ার ডে-এর ইতিহাস এখনও অজানা। তবে জানা গিয়েছে, বসন্তের এই দিনে ফুল প্রস্ফুটিত হত। এ জন্য অনেক   বছর ধরেই এই দিনটি ফ্লাওয়ার ডে হিসেবে পালিত হয়ে আসছে।

২৫০০ খ্রিস্টপূর্বাব্দের গোড়ার দিকে, প্রাচীন মিশরীয়রা সাজ-সজ্জার জন্য ফুল ব্যবহার করত। সেইসাথে জীবিত এবং মৃত উভয় ব্যক্তির প্রতি সম্মান প্রদর্শন করা হত ফুল দিয়ে। পরবর্তীতে, প্রাচীন গ্রীক এবং রোমান উভয়ই ভেষজ হিসাবে ফুলের ব্যবহার করতে শুরু করে। ভেষজ চা, ওষুধ এবং মশলার মাধ্যমে এই ঐতিহ্য আজও অব্যাহত রয়েছে।

প্রতিটি ফুল আমাদের জীবনে বসন্ত নিয়ে আসে। ফুলের মাধ্যমে প্রেম, আনন্দ এবং শক্তি প্রকাশ পায়। 

সূত্র- ন্যাশনাল টুডে/ ডেইজ অব দ্যা ইয়ার