বেইলি রোডে ‘কলকাতার ভাবী’

Looks like you've blocked notifications!
বেইলি রোডে ‘কলকাতার ভাবী’। ছবি : সংগৃহীত

অভিনেত্রী রিচি সোলায়মান ও আশনা হাবিব ভাবনার হাত ধরে এবার ঢাকায় চালু হয়েছে ফ্যাশন হাউস ‘কলকাতার ভাবী’। শুক্রবার রাজধানীর বেইলি রোডের নাভানা বেইলি স্টারের লেবেল ২ তে ‘কলকাতার ভাবী’ শোরুম উদ্বোধন করলেন এই দুই অভিনেত্রী।  

এত দিন যাঁরা কলকাতার ভাবীকে শুধু অনলাইনেই পেয়েছেন, তাঁরা এবার আউটলেটেও পাবেন।

উদ্বোধনে এসে অভিনেত্রী রিচি সোলায়মান বলেন, ‘এটি একটি দারুণ সুযোগ। আমি যত দূর জানি ঢাকার অনেকেই কলকাতার জামা-কাপড়ের প্রতি আগ্রহ রয়েছে। কিন্তু সময় ও নানা কারণে কলকাতায় গিয়ে শপিং করার সুযোগ হয়ে ওঠে না। কলকাতার ভাবীর মাধ্যমে এখন থেকে তাঁরা ঢাকায় বসেই কলকাতার দারুণ দারুণ কালেকশন নিতে পারবেন।’

আউটলেটের উদ্বোধনে এসে ভাবনা বললেন, ‘আমার পরিচিত অনেকেই কলকাতার ভাবী থেকে পোশাক নেন। আমি নিজেও নিই। এত দিন প্রতিষ্ঠানটি শুধু ফেসবুক পেজের মাধ্যমে সবাইকে কলকাতার পোশাক পৌঁছে দিয়েছে। এবার ফিজিক্যালি এলো। আমি মনে করি, যাঁরা কলকাতায় শপিং করতে পছন্দ করেন, সেখানকার জামাকাপড় পরতে পছন্দ করেন, তাঁরা এখন থেকে ঢাকা থেকেই সহজে শপিং করতে পারবেন।’

‘কলকাতার ভাবী’ মূলত একটি ফেসবুক পেজ। ২০১৯ সালের ১৬ সেপ্টেম্বর যাত্রা শুরু করেন উদ্যেক্তা ফয়সাল রাজিব। তিনি জানান, গুণগত মান ও প্রতিশ্রুতি রক্ষায় আপোষ না করায়  তিন বছরের মধ্যেই কলকাতার ভাবী ঢাকার নারীদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে।

রাজিব বলেন, ‘কলকাতার পোশাকের প্রতি আমাদের দেশের অনেকের দুর্বলতা আছে। কিন্তু অনেকেরই সেখানে গিয়ে শপিং করতে সময় ও সুযোগ হয়ে ওঠে না। সে দিকটা মাথায় নিয়েই কলকাতার ভাবী শুরু করি। সবার অভূতপূর্ব সাড়া পাই। কলকাতার ভাবী এবার বেইলি রোডে নতুন ঠিকানায় এলো।’