শিশুকে স্মার্ট করে গড়তে চান? ৪ বিষয় মেনে চলুন

Looks like you've blocked notifications!
শিশুকে স্মার্ট করতে চাইলে নতুন ভাষা শেখান। ছবি : সংগৃহীত

পড়ালেখা, খেলাধুলা—এসবের বাইরেও শিশুর মানসিক ও বুদ্ধিবৃত্তিক বিকাশ গঠন করা জরুরি। এর জন্য চাই নতুন কিছু শেখা। এতে শিশু স্মার্ট ও সৃজনশীল হয়।

শিশুকে স্মার্ট করতে সাহায্য করবে এমন কিছু বিষয়ের কথা জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার অনলাইন সংস্করণ।  

  • নতুন ভাষা শেখা

গবেষণায় বলা হয়, যারা ১০ বছর বয়সের মধ্যে একাধিক ভাষা শেখে, তাদের বুদ্ধি বেশি বাড়ে অন্য শিশুর তুলনায়। যারা একাধিক ভাষায় পারদর্শী, তারা চাপের মধ্যে থাকলেও ভালোভাবে কাজ করতে পারে এবং তথ্য সংগ্রহ করতে পারে।

  • সংগীত শেখা

শিশু যখন ‘সা রে গা মা পা’ গাইতে থাকে, তখন বিষয়টি হয়তো অতটা শ্রুতিমধুর শোনায় না। তবে এটি তাদের ভবিষ্যৎ সমৃদ্ধ করে। এতে তারা অনেক শব্দ মনে রাখতে পারে এবং কথা বলার জড়তা থেকে মুক্ত হয়।

  •  শরীরচর্চা

খেলাধুলা বা শরীরচর্চা শিশুকে সুখী ও সুস্থ রাখতে সাহায্য করে। এতে তারা দলগতভাবে কাজ করতে ও নেতৃত্ব দিতে শেখে। শরীরচর্চা শিশুর আত্মবিশ্বাস বাড়ায়। শিশুকে খেলতে উৎসাহিত করুন।

  • স্ট্যাম্প ও কয়েন জমানো

শিশুমন সাধারণত কৌতূহলী হয়। পোস্টাল স্ট্যাম ও কয়েন জমালে এ কৌতূহলী মন আনন্দের খোড়াক পায়। সে বিভিন্ন দেশ ও জায়গা সম্পর্কে জানে। এটি তার জ্ঞানকে সমৃদ্ধ করে।