সপ্তাহে একবার এই মিশ্রণ লাগান, চুল বাড়বেই

Looks like you've blocked notifications!
প্রতীকী ছবি

ঘন-কালো চুল পেতে কে না চায়। এ ক্ষেত্রে নারী-পুরুষ উভয়েরই আকাঙ্ক্ষা থাকে। কিন্তু অনেকের চুল বাড়ে না। যত্নের অভাবে পায় না প্রয়োজনীয় পুষ্টি। কিন্তু আপনি যদি চুলের সঠিক যত্ন করেন, তবে চুল বাড়বে। লম্বাও হবে।

ডিমে থাকা পুষ্টি উপাদান চুলকে মজবুত করতে সহায়তা করে। সেইসঙ্গে চুলের বৃদ্ধিতেও কার্যকর। আর মধুতে থাকা অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদান চুলকে পরিষ্কার করে এবং মাথার ত্বককে সুস্থ করে চুল লম্বা ও মজবুত করে।

ভারতের জীবনধারা ও স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাইয়ের এক প্রতিবেদনে কিছু পরামর্শ দেওয়া হয়েছে, যাতে আপনার চুলের গ্রোথ বাড়বে, লম্বা হবে। আসুন, এই মিশ্রণ কীভাবে তৈরি করবেন, জেনে নিই—

উপাদান

১. একটি ডিমের কুসুম

২. দুই টেবিল চামচ মধু

ব্যবহারের উপায়

১. ডিম ভেঙে কুসুম আলাদা করে একটি বাটিতে রাখুন।

২. বাটিতে মধু দিন এবং ভালো করে মেশান।

৩. এবার চুলে মিশ্রণটি ভালো করে লাগান।

৪. শাওয়ার ক্যাপ দিয়ে চুল ঢেকে রাখুন।

৫. ২০ মিনিট পর তুলে ফেলুন।

৬. ঠাণ্ডা পানিতে চুল ধুয়ে ফেলুন।

৭. ভালো ফলের জন্য সপ্তাহে একবার মিশ্রণটি ব্যবহার করুন।