ড্রিম ওয়েভার এবার চট্টগ্রামে
বিয়ের ফটোগ্রাফির পাশাপাশি সিনেগ্রাফি নিয়ে কাজ করা বাংলাদেশের একমাত্র প্রতিষ্ঠান এবার ঢাকার পরে তাদের দ্বিতীয় আউটলেটের যাত্রা শুরু করল চট্টগ্রামে। গত ১৫ জুন এক উৎসবমুখর পরিবেশে বিকেল ৫টায় ফিতা ও কেক কেটে এর যাত্রা শুরু হয়। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রামের জনপ্রিয় পত্রিকার ম্যানেজারিয়াল এডিটর ওয়াহিদ মালেক, ইস্টার্ন গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর নাসির উদ্দিন চৌধুরী, র্যাডিসন ব্লু চট্টগ্রামের ম্যানেজিং ডিরেক্টর ব্রিগেডিয়ার হুমায়ুন, সিক্স ইভেন্টসের স্বত্বাধিকারী মানজুরুল প্রমুখ।
ওয়াহিদ মালেক বলেন, ‘ড্রিম ওয়েভারের সব সদস্য তরুণ, তবে তাঁদের মধ্যে রয়েছে ভালো কাজ করার মতো আত্মবিশ্বাস। আমি বিশ্বাস করি তাঁরা এই ভিন্ন ধর্মী ফটোগ্রাফির মাধ্যমে চট্টোগ্রামের মানুষের চিন্তাধারা পাল্টে দেবেন। একই সঙ্গে ওয়েডিং ফটোগ্রাফিকে নিয়ে যাবে অন্য মাত্রায়।’
ড্রিম ওয়েভার মূলত বিয়ের ফটোগ্রাফি এবং সিনেগ্রাফি নিয়ে যাত্রা শুরু করে ১৪ এপ্রিল, ২০১২ সালে। ড্রিম উইভারের সিইও এবং চিফ ফটোগ্রাফার যোবায়ের হোসেন শুভ বলেন, ‘বিয়ের মতো পবিত্র এবং পারিবারিক একটি আয়োজনে বিশ্বাস ও আস্থা নিয়ে একদম অচেনা একটি পরিবার যখন ড্রিম ওয়েভারকে তাঁদের পরিবারের অংশ করে নেন, তাঁদের জীবনের সবচেয়ে সুন্দর আয়োজনটি ফ্রেমবন্দি করার সুযোগ দেন, সে অনুভূতি সত্যি অসাধারণ। এই পেশায় না এলে কখনোই এত মানুষের ভালোবাসা পেতাম না।’
ড্রিম ওয়েভারের স্বপ্নদ্রষ্টা শুভ আরো বলেন, ‘যেকোনো কাজই যদি মন দিয়ে, নিষ্ঠা ও সততার সঙ্গে করা যায়, সেখানে সাফল্য অবশ্যই আসবে। আর ফটোগ্রাফিকে পেশা হিসেবে নিতে চাইলে আমি মনে করি এখন সে সময় এসেছে। কিন্তু সে ক্ষেত্রে অবশ্যই একটি পেশাদারি মনোভাব নিয়ে কাজ করতে হবে। প্রচুর পরিশ্রমের জন্য প্রস্তুত থাকতে হবে। অন্য যেকোনো পেশার মতো এখানেও এগিয়ে যাওয়ার জন্য পড়াশোনা করতে হবে, স্বকীয়তা বজায় রাখতে হবে।’
তিন হাজারেরও বেশি ইভেন্ট কাভারের পাশাপাশি বাংলাদেশের প্রথম স্টোরি বেজড ওয়েডিং ভিডিওগ্রাফি তাদেরই তৈরি। এবার চট্টগ্রামে আর একটি আউলেটের যাত্রার মাধ্যমে আর একটি নতুন দিগন্তের যাত্রা শুরু হলো তাদের। ড্রিম ওয়েভারের ইমেইল ঠিকানা : www.dreamweaverbd.com