ত্বকের সুস্থতায় ঠান্ডা বরফ
ত্বককে সতেজ ও টানটান রাখতে বরফ বেশ কার্যকর। নিয়মিত বরফের ব্যবহারে আপনার ত্বক থাকবে সুস্থ এবং প্রাণবন্ত। আর এর কোনো পার্শ্বপ্রতিক্রিয়াও নেই। তাই নিশ্চিন্তে প্রতিদিন ত্বকে এক টুকরা বরফ ব্যবহার করুন। দেখবেন, ধীরে ধীরে রুক্ষ ত্বকে লাবণ্য ফিরে আসবে। লাইফস্টাইল বিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাই ত্বকের সুস্থতায় বরফের কিছু কার্যকারিতার কথা জানিয়েছে। জেনে নিন, বরফ কীভাবে ত্বকের সুরক্ষায় কাজ করে।
ত্বকের ক্লান্তি দূর করে
নিয়মিত বাসায় ফিরে মুখে এক টুকরো বরফ ঘষুন। বরফ মুখের রক্ত সঞ্চালন সচল রাখে। এর ফলে ত্বক খুব সহজেই প্রাণবন্ত এবং সতেজ হয়ে ওঠে। এমনকি সকালে বাইরে বের হওয়ার সময় আপনি যদি মেকআপ করার সময় না পান, তাহলে এক টুকরো বরফ ভালো করে মুখে ঘষে নিন। এতে সারা দিন আপনার ত্বক সতেজ থাকবে।
ব্রণ দূর করে
ব্রণের ওপর এক টুকরো বরফ কিছুক্ষণ ধরে রাখুন। এতে ব্রণের ফোলা এবং লাল ভাব দূর হবে। নিয়মিত বরফ ব্যবহারে ধীরে ধীরে ব্রণ শুকিয়ে যাবে এবং দূর হয়ে যাবে।
র্যাশ দূর করে
অনেক সময় গরম অথবা অ্যালার্জির কারণে মুখে র্যাশ ওঠে, যা ত্বকে চুলকানিসহ অন্যান্য রোগের কারণ হয়ে দাঁড়ায়। এ সময় একটি সুতির কাপড়ে বরফ নিয়ে হালকাভাবে চেপে নিন। এটি অনেক দ্রুত ত্বকের র্যাশ দূর করে এবং ত্বকের জ্বালাপোড়া কমিয়ে দেয়।
ত্বকের তেলতেলে ভাব দূর করে
বরফ ত্বকের অতিরিক্ত তেলতেলে ভাব দূর করে। মেকআপ করার আগে, ময়েশ্চারাইজার ব্যবহারের আগে, ফেসপ্যাক ব্যবহারের পর, গোসল করার পর এক টুকরো বরফ ঘষে নিন। এতে মুখের বাড়তি তেল দূর হবে এবং ত্বকও সুস্থ থাকবে।
চোখের ফোলা ভাব দূর করে
কম ঘুমানো অথবা দুশ্চিন্তার কারণে অনেক সময় চোখের নিচে ফোলা ভাব দেখা যায়। অনেকের ক্ষেত্রে আবার এমনিতেই ঘুম থেকে ওঠার পর চোখের নিচে ফুলে থাকে, যা সারা দিন বজায় থাকে। এ ক্ষেত্রে এক টুকরো বরফ নরম কাপড়ে পেঁচিয়ে চোখের ওপর ৫ থেকে ১০ মিনিট রেখে দিন। এতে অনেক দ্রুত চোখের ফোলা ভাব দূর হবে।
আইব্রো থ্রেডিংয়ের ব্যথা দূর করে
অনেক সময় আইব্রো থ্রেডিংয়ের পর ব্যথা করে এবং ফুলে যায়। এ ক্ষেত্রে বরফ হতে পারে এর একমাত্র সমাধান। আইব্রো থ্রেডিংয়ের আগে এক টুকরো বরফ ঘষে নিন। এতে ত্বক নরম হবে এবং ব্যথাও কম হবে।
চোখের নিচের কালো দাগ দূর করে
শসার রসের সঙ্গে সামান্য গোলাপজল মিশিয়ে আইস কিউব বানিয়ে নিন। এবার এই আইস কিউব চোখের চারপাশে ম্যাসাজ করুন। এর পর চোখের নিচে ১০ মিনিট রেখে দিন। এতে ধীরে ধীরে চোখের নিচের কালো দাগ দূর হবে।