গ্যালারি কসমসে চলছে ‘জামদানির গল্প’

Looks like you've blocked notifications!

ব্যতিক্রমী নকশার দারুণ সব শাড়ি নিয়ে রাজধানীতে শুরু হয়েছে ‘জামদানির গল্প’ শীর্ষক শাড়ির প্রদর্শনী।

যেহেতু সামনেই ঈদুল ফিতর, তাই যাঁরা জামদানি শাড়ি পরতে পছন্দ করেন, তাঁরা ঘুরে আসতে পারেন প্রদর্শনীস্থল। ‘জামদানির গল্প’ শিরোনামে প্রদর্শনীটি শুরু হয়েছে রাজধানীর মহাখালী ডিওএইচএসের গ্যালারি কসমস ২-এ।

তিন তরুণ ডিজাইনার রুবাইয়া সুলতানা, সাবিয়া সুলতানা ও নন্দিনী আওয়ালের নকশা করা ২৬টি শাড়ি ও চারটি ওড়না স্থান পেয়েছে প্রদর্শনীতে।

গতকাল শুক্রবার বিকেলে প্রদর্শনীর উদ্বোধন করেন নৃত্যশিল্পী শামীম আরা নীপা। এই উদ্যোগকে অসাধারণ উল্লেখ করে তিনি বলেন, জামদানি শাড়ি বাংলাদেশের ঐতিহ্য। বিশ্বদরবারে এই শাড়িকে তুলে ধরতে সবারই উদ্যোগ নেওয়া উচিত।

শাড়ির প্রতি ভালোবাসা থেকেই শখের বশে জামদানি নকশা করতে শুরু করেন বলে জানালেন তিন ডিজাইনার। জামদানির অপরিসীম সৌন্দর্য সবার সামনে তুলে ধরতেই এই প্রদর্শনীর আয়োজন করেছেন বলে জানান তাঁরা। জামদানি বিশ্ববাজারে তুলে ধরাও তাঁদের লক্ষ্য। ডিজাইনাররা জানান, এবারের প্রদর্শনীতে রয়েছে ১০ হাজার টাকা থেকে ৪৫ হাজার টাকা দামের শাড়ি।

এই তিন ডিজাইনারের নকশা করা শাড়ি যে কেউ চাইলে অনলাইনে www.thecolorboat.com এই ঠিকানা থেকেও কিনতে পারবেন।

আগামী ৬ জুন পর্যন্ত প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে ‘জামদানির গল্প’। প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত।