এনটিভির খবর ভালো লাগে : ফারনাজ আলম
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2017/07/03/photo-1499067014.jpg)
এনটিভির ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। এ উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন ওমেন্স ওয়ার্ল্ডের পরিচালক ও অ্যাসথেটিশিয়ান ফারনাজ আলম।
ফারনাজ আলম বলেন, ‘ওমেন্স ওয়ার্ল্ডের পক্ষ থেকে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানাই। আমার খবর দেখা হয়। এনটিভির খবর অনেক ভালো লাগে। এদের অন্যান্য অনুষ্ঠানও বেশ মানসম্পন্ন। লাইফস্টাইল সম্পর্কিত অনুষ্ঠানগুলোতে নতুনদের প্রমোট করার ব্যাপার থাকে। বিষয়টি ভালো।’
এনটিভি অনলাইনের সঙ্গে অনেক দিন ধরে কাজ করছি জানিয়ে ফারনাজ আলম বলেন, ‘এনটিভির কর্মীরা খুব কো-অপারেটিভ। ভালো একটি সম্পর্ক তাদের সঙ্গে তৈরি হয়েছে। এনটিভি অনলাইনের ফিচার খুব আপডেট থাকে। সাম্প্রতিক খবর অনেক করে। এদের গ্যালারি খুব সমৃদ্ধ। এভাবেই এনটিভি এগিয়ে যাক—এই প্রত্যাশা আমাদের।’