পুরস্কার পেলেন রূপচর্চা বিষয়ক কুইজের তিন গ্র্যান্ড বিজয়ী
এনটিভি অনলাইনের রূপচর্চা বিষয়ক কুইজের সব বিজয়ী পুরস্কার পেয়েছে। ওমেন্স ওয়ার্ল্ড ও এনটিভি অনলাইন আয়োজিত এই কুইজের তিন গ্র্যান্ড বিজয়ীকে আজ মঙ্গলবার পুরস্কার দেওয়া হয়। এর আগে তিন দফায় অপর ১৫ জন বিজয়ীকে পুরস্কার দেওয়া হয়েছে।
গত ৩০ জুন থেকে এনটিভি অনলাইনে রূপচর্চাবিষয়ক কুইজ শুরু হয়। টানা ১২ দিন কুইজ প্রতিযোগিতাটি চলে। ওমেন্স ওয়ার্ল্ডের পরিচালক ফারনাজ আলমের একটি বিউটি টিপসের ওপর ভিত্তি করে তিনটি প্রশ্ন দেওয়া হয়। কুইজের সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে প্রতি চারদিনে লটারির মাধ্যমে পাঁচজনকে বিজয়ী করা হয়। প্রতি বিজয়ীকে ওমেন্স ওয়ার্ল্ডের পক্ষ থেকে ৫০০ টাকার গিফট ভাউচার পুরস্কার দেওয়া হয়। আর ১২ দিনে তিনটি ধাপে অনুষ্ঠিত কুইজের সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে লটারির মাধ্যমে তিনজনকে গ্রান্ড বিজয়ী করা হয়। ওমেন্স ওয়ার্ল্ডের পক্ষ থেকে গ্রান্ড বিজয়ীদের রূপচর্চার বিভিন্ন সামগ্রী ও গিফট ভাউচার পুরস্কার দেওয়া হয়।
আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে এনটিভি অনলাইনের কার্যালয়ে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে রূপচর্চা বিষয়ক কুইজের তিন গ্রান্ড বিজয়ীকে পুরস্কার দেওয়ার হয়। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ওমেন্স ওয়ার্ল্ডের পরিচালক ফারনাজ আলম ও হেড অব এনটিভি অনলাইন খন্দকার ফকরউদ্দীন আহমেদ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ওমেন্স ওয়ার্ল্ডের হেড অব এক্সিকিউটিভ সুমাইয়া সুলতানা, এনটিভি অনলাইনের চিফ অব বিজনেস কবির আহমদ, মার্কেটিং ম্যানেজার তানভীর আহমেদ, সহকারী মার্কেটিং ম্যানেজার রুহুল আমিন রনি, মার্কেটিং বিভাগে জ্যেষ্ঠ নির্বাহী তানজানিয়া ফেরদৌসী দিশা ও মো. আবু নাসিম।
এনটিভি অনলাইনের রূপচর্চা বিষয়ক কুইজের প্রথম গ্রান্ড বিজয়ী হয়েছেন ফরিদপুরের সরকারি কর্মকর্তা পূরবী বেগম। তাঁর পক্ষে পুরস্কার নিয়েছেন তাঁর ভাই সরকারি কর্মকর্তা মীর মোহাম্মদ রাজন। তিনি বলেন, অনলাইনে কুইজে অংশ নিয়ে অনেক বিষয় জানা যায়। তাঁর বোন নিয়মিত কুইজের সঠিক উত্তর দিয়ে পুরস্কার জিতেছেন। বোন পুরস্কার পাওয়ায় তিনি আনন্দিত। পরবর্তীকালে নিজেও এনটিভি অনলাইনের কুইজে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেন রাজন।
এনটিভি অনলাইনের রূপচর্চাবিষয়ক কুইজের দ্বিতীয় গ্র্যান্ড বিজয়ী রাজধানীর মিরপুরের গৃহিণী ইয়াসমিন আক্তার। খালার হয়ে পুরস্কার নেন তারেক হাসান ফাহিম। ভার্সিটি ভর্তিচ্ছু শিক্ষার্থী ফাহিম বলেন, তাঁর খালা অসুস্থ থাকায় পুরস্কার বিতরণীতে আসতে পারেননি। তিনি আরো বলেন, এনটিভি অনলাইনে কুইজে অংশ নিয়ে অনেক বিষয় জানা যায়। পরবর্তীতে কুইজে অংশ নেওয়ায় তিনি আগ্রহী।
কৃষি মন্ত্রণালয়ের প্রকল্প কর্মকর্তা সানজীদা নাসরিন হয়েছেন এনটিভি অনলাইনের রূপচর্চাবিষয়ক কুইজের তৃতীয় গ্রান্ড বিজয়ী। পুরস্কার পাওয়ার পর এনটিভি অনলাইনকে তিনি বলেন, গত দুই সপ্তাহ তিনি এনটিভি অনলাইনের রূপচর্চা বিষয়ক কুইজে অংশ নিয়েছেন। কুইজে গ্র্যান্ড বিজয়ী হয়ে তিনি আনন্দিত। পরবর্তী সময়ে এনটিভি অনলাইনের কুইজে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেন সানজিদা।
ঈদুল ফিতরের পর ওমেন্স ওয়ার্ল্ড ও এনটিভি অনলাইনের আয়োজনে আবার কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। পরে এনটিভি অনলাইনে ঘোষণার মাধ্যমে কুইজের সময়সূচি জানানো হবে।