রাশিফল
কন্যা ঝুঁকি নিন, শুভ হবে মকরের রোমান্স
আজ আপনার জন্মদিন হলে পাশ্চাত্য জ্যোতিষে আপনি সিংহ রাশির জাতক-জাতিকা। আপনার জন্মসংখ্যা-৮, অধিপতি গ্রহ-রবি ও শনি, শুভ সংখ্যা-১ ও ৮, শুভ বার রবি ও শনি, শুভ রত্ন- চুনি ও নীলা। প্রকৃতপক্ষে আপনি দৃঢ়ব্যক্তিত্বের অধিকারী। চিন্তা এ মতে অনেকটা চরমপন্থী। অন্যের চিন্তা ও পরিকল্পনার সঙ্গে সহজে আপনার মিল হতে চাইবে না। পরস্পরবিরোধী গুণাবলি ছাড়াও আপনার মধ্যে রয়েছে আবেগ এ কামনা। জীবনের উচ্চতর লক্ষ্য অর্জনে নিজের কাজ সুচারুরূপে করতে চান। অন্যরা উপকৃত হয়েও আপনাকে ভুল বুঝবে। দৃঢ়তা ও অধ্যবসায়ের সঙ্গে আপনাকে শত্রুতা ও বাধা মোকাবেলা করতে হবে। আজকের দিনে জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: অ্যাস্ট্রোলজার লিউলিন জর্জ, ভাষাবিদ উইলিয়াম কেরি, শিল্পী মুর্তজা বশীর, জুলিয়াস জয়াবর্ধন।
মেষ (Aries) (২১ মার্চ-২০ এপ্রিল)
মানসিক অস্থিরতায় ভুগতে পারেন। উত্তেজনা পরিহার করতে পারলে ভালো করবেন। কর্মক্ষেত্রে কাজের চাপ বৃদ্ধি পেতে পারে। দাম্পত্য ক্ষেত্রে মানিয়ে চলার চেষ্টা করুন। পথ চলতে সাবধানতা অবলম্বন করুন। তথ্যগত বিভ্রান্তি দেখা দিতে পারে। ঝুঁকিপূর্ণ কাজ এড়িয়ে চলুন।
বৃষ (Taurus) (২১ এপ্রিল-২০ মে)
দিনটি শুভ সম্ভাবনায়। মানসিকভাবে চাঙ্গা থাকবেন। কর্মক্ষেত্রে নতুন কোনো সুযোগ সৃষ্টি হতে পারে। দাম্পত্য পরিবেশ অনুকূলে থাকবে। যোগাযোগ শুভ। প্রবাসীদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। প্রিয়জনের কোনো সংবাদ পেতে পারেন।
মিথুন (Gemini) (২১ মে-২০ জুন)
কর্মপরিবেশ অনুকূলে থাকবে। বেকারদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হতে পারে। মানসিকভাবে চাঙ্গা থাকবেন। পিতৃস্থানীয় কারো সহযোগিতা পেতে পারেন। সুনাম ও সাফল্য লাভের সম্ভাবনা আছে। সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধি পেতে পারে। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন।
কর্কট (Cancer) (২১ জুন-২০ জুলাই)
ব্যবসায়ীদের জন্য দিনটি শুভ। আজ কোনো আত্মীয় দ্বারা উপকৃত হতে পারেন। অর্থপ্রাপ্তির যোগ আছে। দাম্পত্য পরিবেশ অনুকূলে থাকবে। মানসিকভাবে চাঙ্গা থাকবেন। কান কথায় কান দেবেন না। যানবাহন ও যন্ত্রপাতির ব্যবহারে সতর্ক থাকুন।
সিংহ (Leo) (২১ জুলাই-২১ আগস্ট)
মানসিক অস্থিরতায় ভুগতে পারেন। কর্মক্ষেত্রে কাজের চাপ বৃদ্ধি পেতে পারে। আজ কাউকে বেশি বিশ্বাস করা ঠিক হবে না। শত্রুপক্ষের তৎপরতা বৃদ্ধি পেতে পারে। ব্যয়বৃদ্ধির আশঙ্কা আছে। গৃহে অতিথিসমাগম হতে পারে। বিনোদন শুভ।
কন্যা (Virgo) (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
শরীর মোটামুটি ভালো থাকবে। কাজকর্মে উৎসাহ বোধ করবেন। কর্মপরিবেশ অনুকূলে থাকবে। মানসিকভাবে চাঙ্গা থাকবেন। পারিবারিক পরিবেশ ভালো থাকবে। প্রবাসী আপনজনদের সঙ্গে যোগাযোগ হতে পারে। প্রয়োজনে সীমিত ঝুঁকি নিন।
তুলা (Libra) (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
আর্থিক দিক ভালো যাবে। কোনো উৎস থেকে আজ অর্থাগমন হতে পারে। ব্যবসায়ীদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। ব্যবসায়ে নতুন কোনো যোগাযোগ হতে পারে। দাম্পত্য পরিবেশ অনুকূলে থাকবে। শরীর ভালো নাও যেতে পারে।
বৃশ্চিক (Scorpio) (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
মানসিক চাপে ভুগতে পারেন। উত্তেজনা পরিহার করতে পারলেই ভালো করবেন। তথ্যগত বিভ্রান্তি দেখা দিতে পারে। দাম্পত্য ক্ষেত্রে মানিয়ে চলার চেষ্টা করুন। আজ দূরে কোথাও ভ্রমণ হতে পারে।
ধনু (Sagittarius) (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
পারিবারিক পরিবেশ মোটামুটি অনুকূলে থাকবে। ঝগড়া-বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন। অন্যথায় অযাচিত কোনো ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। আজ পুরোনো কোনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। যোগাযোগ শুভ।
মকর (Capricorn) (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
শিক্ষার্থীদের জন্য দিনটি শুভ সম্ভাবনায়। আজ শিক্ষার্থীদের সাফল্য লাভের সম্ভাবনা আছে। সন্তানের কোনো সাফল্যে আনন্দ লাভ করতে পারেন। সৃজনশীল পেশায় নিয়োজিত ব্যক্তিদের জন্য দিনটি শুভ। রোমান্স শুভ।
কুম্ভ (Aguarius) (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
হঠাৎ অসুস্থবোধ করতে পারেন। কর্মক্ষেত্রে কাজের চাপ বৃদ্ধি পেতে পারে। ঝগড়া-বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন। শত্রুপক্ষের তৎপরতা বৃদ্ধি পেতে পারে। ব্যয় বৃদ্ধির আশঙ্কা আছে।
মীন (Pisces) (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
ব্যবসায়ীদের জন্য দিনটি শুভ। ব্যবসায়ে নতুন যোগাযোগ হতে পারে। দাম্পত্য পরিবেশ অনুকূলে থাকবে। অবিবাহিতদের বিয়ের ব্যাপারে অগ্রগতি হতে পারে। রোমান্স শুভ।