রাশিফল
মনোবল বাড়বে সিংহের, রিপু সংযত রাখুন বৃশ্চিক
আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি সিংহ রাশির জাতক-জাতিকা। আপনার জন্মসংখ্যা ২। আপনার ওপর প্রভাবকারী গ্রহ রবি ও চন্দ্র। আপনার শুভসংখ্যা ১ ও ২। শুভবার রবি ও সোম। শুভ রত্ন চুনি ও মুক্তা।
প্রকৃতিগতভাবে আপনি বিজয়ী, মিশুক ও মেধাবী। সৃজনশীল ও বুদ্ধিবৃত্তিক ক্ষমতা আছে আপনার। রোমান্টিকতা ও নাটকীয়তা ভালোবাসেন। শিল্প, সংগীত ও সাহিত্যের প্রতি রয়েছে আপনার অনুরাগ। সরাসরি কোনো বিরোধে জড়াতে চান না। কৌশল ও ডিপ্লোমেসির মাধ্যমে সব বাধা দূর করতে চান। ইনটুইশন প্রয়োগ করে আপনি সহজেই পরিবেশ ও পরিস্থিতি সম্পর্কে ধারণা করতে পারেন। উদ্যম, উদ্যোগ ও অধ্যবসায় আপনাকে সাফল্যের পথে নিয়ে যাবে।
আজকের দিনে জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব : রাজীব গান্ধী, রসায়নবিদ জন জ্যাকব ব্রিজলিনস, বেঞ্জামিন হ্যারিসন।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
সময় মোটামুটি অনুকূল থাকবে। বৈবাহিক আলোচনার অগ্রগতি হতে পারে। ব্যবসায়িক দিক ভালো যাবে। নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। তবে ঝুঁকিপূর্ণ বিনিয়োগ না করলেই ভালো করবেন। বৈদেশিক যোগাযোগে সুফল পেতে পারেন। যৌথ ব্যবসায় কর্তৃত্ব বজায় রাখতে পারবেন।
বৃষ (২১ এপ্রিল-২০ মে)
জ্ঞাতি শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। শত্রু সম্পর্কে সাবধান থাকার চেষ্টা করুন। শরীর ভালো যাবে না। ব্যক্তিগত দায়দায়িত্ব বৃদ্ধি পাবে। প্রাপ্ততথ্য ভালোভাবে যাচাই করে নিন। নিজের সীমাবদ্ধতার কথা মনে রাখলে ভালো করবেন। যোগাযোগ শুভ।
মিথুন (২১ মে-২০ জুন)
প্রেম-ভালোবাসার জন্য সময় অনুকূল থাকতে পারে। নিজের মনের কথা মনে পুষে রাখবেন না। নিজেকে যথাযথভাবে প্রকাশ করার চেষ্টা করুন। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। পড়াশোনায় মন বসাতে পারবেন। সৃজনশীল কাজকর্মে সুফল পাবেন। বিনোদন শুভ।
কর্কট (২১ জুন-২০ জুলাই)
পারিবারিক পরিবেশ ভালো থাকবে না। বিদ্যার্থীদের জন্য সময় অনুকূল থাকবে। মন ভালো থাকবে। মাতৃস্বাস্থ্য ভালো থাকবে। আধ্যাত্মিক চিন্তা-চেতনায় সমৃদ্ধি আসতে পারে। তথ্যগত বিভ্রান্তি দেখা দিতে পারে। কোনো ইচ্ছা পূরণ হতে পারে।
সিংহ (২১ জুলাই-২১ আগস্ট)
আত্মীয়দের কারো দ্বারা উপকৃত হতে পারেন। ব্যক্তিগত যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। প্রতিবেশীদের সঙ্গে কোনো বিরোধ থাকলে, তা মিটে যেতে পারে। ছোট ভাই-বোনদের সমর্থন ও সহযোগিতা পেতে পারেন। ঝুঁকিপূর্ণ কাজ এড়িয়ে চলুন। মনোবল বৃদ্ধি পাবে। যাত্রা শুভ।
কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
শরীর মোটামুটি ভালো থাকবে। মানসিক প্রশান্তি বজায় থাকবে। নিজেকে যথাযথভাবে প্রকাশ করার চেষ্টা করুন। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করার চেষ্টা করলে ভালো করবেন। যাত্রা ও যোগাযোগ শুভ। দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। রোমান্স শুভ।
তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
শরীর মোটামুটি ভালো থাকবে। মানসিক প্রশান্তি বজায় থাকবে। নিজেকে যথাযথভাবে প্রকাশ করার চেষ্টা করুন। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করার চেষ্টা করলে ভালো করবেন। যাত্রা ও যোগাযোগ শুভ। দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। রোমান্স শুভ।
বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
নিজের সাফল্য ও ব্যর্থতাকে বিশ্লেষণ করার চেষ্টা করুন। শরীর ভালো যাবে না। অনাকাঙ্ক্ষিত কোনো রোগ দেখা দিতে পারে। বিদেশযাত্রার যোগ আছে। ব্যয় বৃদ্ধি পেতে পারে। রিপুকে সংযত রাখুন। আজ কোনো ঝুঁকি নেয়া ঠিক হবে না।
ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
ভবিষ্যতের জন্য নতুন কোনো পরিকল্পনা হাতে নিতে পারেন। আর্থিক দিক ভালো যাবে। উপার্জন বৃদ্ধি পেতে পারে। মনের গভীরে লালিত কোনো প্রত্যাশা পূরণ হতে পারে। বন্ধুদের কারো সহযোগিতা পেতে পারেন। সাংগঠনিক কাজে সুফল পাবেন। জনসম্পৃক্ততা বৃদ্ধি পেতে পারে।
মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
সুনাম ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে। পাবলিক ইমেজ বৃদ্ধি পেতে পারে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। সামাজিক কাজকর্মে অংশ নিতে পারেন। নিজের কর্তৃত্ব বজায় রাখা সম্ভব হবে। বেকারদের কারো কারো কর্মসংস্থান হতে পারে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পাবেন।
কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
সামাজিক অবস্থান সুদৃঢ় হতে পারে। উচ্চশিক্ষার্থীদের জন্য সময় ভালো থাকবে। বিদেশযাত্রার উদ্যোগ সফল হতে পারে। পেশাগত ক্ষেত্রে কোনো সাফল্য আসতে পারে। ধর্ম ও আধ্যাত্মিকতার প্রতি অনুরাগ বৃদ্ধি পাবে। সৎগুরুর উপদেশে উপকৃত হতে পারেন। তীর্থযাত্রা শুভ।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
কোনো ধরনের সামাজিক সম্পর্ক তৈরি হতে পারে। বিপরীত লিঙ্গের কারো দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারেন। অতীন্দ্রিয় শাস্ত্রাদির প্রতি আকর্ষণ বৃদ্ধি পেতে পারে। অনভিপ্রেত কোনো সংবাদ পেতে পারেন। শোকগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে। বদনাম এড়িয়ে চলার চেষ্টা করুন। অসুস্থতাকে অবহেলা করা ঠিক হবে না।