রাশিফল
রোমান্স শুভ কর্কটের, সুনাম হবে কুম্ভের
আজ আপনার জন্মদিন হলে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কন্যা রাশির জাতক-জাতিকা। আপনার জন্মসংখ্যা-৪, অধিপতি গ্রহ- বুধ ও ইউরেনাস, শুভ সংখ্যা-৪ ও ৫, শুভ বার রবি ও বুধ, শুভ রত্ন- পান্না ও গার্নেট। প্রকৃতভাবে আপনি স্পষ্টভাষী। নীতির ওপর অনড় ও অটল। ব্যক্তিগত ব্যবহার ও লেনদেন সৎ। আর তাই অন্যদের ভুলও সহজে সামনাসামনি ধরিয়ে দেন। অন্যরা তাই আপনাকে ভয় করবে, সেই সঙ্গে চেষ্টা করবে বিপদ ও ঝামেলায় ফেলতে। আপনার সততার সঙ্গে আছে মেধা ও সৃজনশীলতা। চিন্তা ও ধ্যান-ধারণায় আপনি অন্যদের চেয়ে আলাদা এ কথা মনে রাখলেই আপনি সব সমস্যা মোকাবিলা করতে ও পরিস্থিতিকে অতিক্রম করে সাফল্য লাভ করতে পারবেন। আজকের দিনে জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব : কমরেড দেং শিয়া ও পিং, সুইস কবি গুস্তভ ফ্রোডিং, সাহিত্যিক ডরোথি পার্কার, দার্শনিক ম্যাক্স শিলার, আবিষ্কারক হেনরি মেন্সলে।
মেষ (Aries) (২১ মার্চ-২০ এপ্রিল)
সকালবেলা সময় কিছুটা অনুকূলে থাকবে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শরীর কিছুটা অসুস্থ হতে পারে। দুপুরের পরে কোনো দুঃসংবাদ শুনতে পারেন। কোনো ধরনের বদনাম রটার আশঙ্কা আছে। আজ কোনো ঝুঁকি নেওয়া ঠিক হবে না। গুরুত্বপূর্ণ কাজ সকালের দিকে সেরে নিন।
বৃষ (Taurus) (২১ এপ্রিল-২০ মে)
দিনটি সামগ্রিকভাবে ভালো যাবে। দাম্পত্য ভুল বোঝাবুঝির অবসান হতে পারে। ব্যবসায়িক লেনদেনে সুফল পেতে পারেন। যৌথ ও অংশীদারি ব্যবসায় কর্তৃত্ব বজায় রাখতে পারবেন। যোগাযোগ শুভ। অবিবাহিতদের কারো কারো বিয়ে হতে পারে।
মিথুন (Gemini) (২১ মে-২০ জুন)
শরীর ভালো যাবে না। সাময়িক কোনো ধরনের শারীরিক সমস্যা দেখা দিতে পারে। কর্মপরিবেশ অনুকূলে নাও থাকতে পারে। শত্রুপক্ষের তৎপরতা বৃদ্ধি পাবে। সহকর্মীদের সঙ্গে সদভাব বজায় রাখার চেষ্টা করুন। প্রাপ্ততথ্য ভালোভাবে যাচাই করে নিন।
কর্কট (Cancer) (২১ জুন-২০ জুলাই)
সৃজনশীল কাজকর্মের প্রতি আগ্রহ বৃদ্ধি পেতে পারে। বিদ্যার্থীদের জন্য সময় অনুকূলে থাকবে। পড়াশোনায় মন বসাতে পারেন। সম্ভাব্য ক্ষেত্রে লাভের যোগ আছে। রোমান্স ও বিনোদন শুভ। সন্তানের কোনো সাফল্য আনন্দদায়ক হতে পারে।
সিংহ (Leo) (২১ জুলাই-২১ আগস্ট)
পারিবারিকভাবে পরিবেশ ভালো থাকবে। আবেগপ্রবণ না হলেই ভালো করবেন। মাতৃস্বাস্থ্য ভালো যাবে। কোনো বন্ধুর সান্নিধ্যে সময় ভালো কাটতে পারে। বিলাসদ্রব্য কেনাকাটা হতে পারে। বিনোদন শুভ।
কন্যা (Virgo) (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
কনিষ্ঠ ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। প্রয়োজনে তাদের সমর্থন ও সহযোগিতা পাবেন। কাজকর্মের প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে। ব্যক্তি যোগাযোগ কাজে লাগতে পারে। গৃহে অতিথিসমাগম হতে পারে। অকারণে ব্যয় পরিহার করার চেষ্টা করুন।
তুলা (Libra) (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
আর্থিক দিক ভালো যাবে। প্রাপ্তি যোগ আছে। অধীনস্তদের কাজে লাগাতে পারবেন। মূল্যবোধ সমুন্নত রাখার চেষ্টা করুন। চোখ অথবা মাথাব্যথায় ভুগতে পারেন। প্রয়োজনে সীমিত ঝুঁকি নিতে পারেন।
বৃশ্চিক (Scorpio) (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
সময় অনুকূলে থাকবে। আত্মবিশ্বাস বৃদ্ধি পেতে পারে। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারবেন। শরীর-মন ভালো থাকবে। যাত্রা ও যোগাযোগ শুভ। বিনয়ী আচরণ দিয়ে কাজ আদায় করা সহজ হতে পারে।
ধনু (Sagittarius) (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
অসমাপ্ত কাজ শেষ করার চেষ্টা করুন। শরীর অসুস্থ হতে পারে। ব্যায়াধিক্য দেখা দিতে পারে। ঋণগ্রস্ত হওয়ার আশঙ্কা আচে। কোনো পূর্ণ কর্মের ফল ভোগ করতে পারেন। আইনগত ঝামেলা এড়িয়ে চলার চেষ্টা করুন।
মকর (Capricorn) (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
নতুন কোনো পরিকল্পনা হাতে নিতে পারেন। বন্ধুদের সহযোগিতা পাবেন। আর্থিক দিক ভালো যাবে। আয় উপার্জন বৃদ্ধি পেতে পারে। সাংগঠনিক কাজে সুফল পাবেন। প্রয়োজনে আজ সীমিত ঝুঁকি নিতে পারেন।
কুম্ভ (Aguarius) (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
সামাজিক কাজকর্মে জড়াতে পারেন। সুনাম ও সাফল্য পাওয়ার সম্ভাবনা আছে। কোনো উচ্চাশা পূরণ হতে পারে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। বেকারদের কারো কারো চাকরি হতে পারে। যাত্রা ও যোগাযোগ শুভ।
মীন (Pisces) (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
সামাজিক কাজকর্মে অগ্রগতি হতে পারে। আজ ভাগ্যের সহায়তা পেতে পারেন। প্রাইজবন্ড বা লটারির টিকেট কিনতে পারেন। ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। উচ্চশিক্ষার্থীদের জন্য সময় অনুকূলে থাকবে। সৎ গুরুর সংস্পর্শে উপকৃত হতে পারেন।