রাশিফল
ঝুঁকি নেবেন না বৃষ, বিনিয়োগে সতর্ক থাকুন কন্যা
আজ ১০ ভাদ্র, ১৪২২ বঙ্গাব্দ এবং ৯ জিলকদ ১৪৩৬ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ কন্যা রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫টা ৪৮ মিনিটে এবং সূর্যাস্ত ৬টা ২৯ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কন্যা রাশির জাতক-জাতিকা। আপনার জন্ম সংখ্যা ৭। আপনার ওপর প্রভাবকারী গ্রহ রবি ও নেপচুন। আপনার শুভ সংখ্যা ১ ও ৭। গুভ বার রবি ও সোম। শুভ রত্ন চুনি ও এসেথিস্ট। প্রকৃতিগতভাবে আপনি অধ্যয়নশীল ও চিন্তাশীল। পরিশ্রমী ও কর্তব্যসচেতন। নতুন ও রহস্যময় বিষয়ের প্রতি আপনার ঝোঁক আছে। অন্যদের ব্যাপারে আপনি মূলত সংশয়ী। অপেক্ষাকৃত বয়স্কদের সঙ্গেও আপনার বন্ধুত্ব সহজে গড়ে ওঠে। মানসিক ও বুদ্ধিবৃত্তিক বিষয়ের প্রতি ঝোঁক প্রবল। আপনাকে উচ্চাভিলাষী ও উদ্যোগী হতে হবে।
আজকের দিনে জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব : চিত্রপরিচালক লিওনার্দো বার্নস্টেইন, অভিনেতা সিনকোনা, খন্দকার আলী আশরাফ, আল্লাম মাশরেকী, হাশেমী রাফসানজানি, রসায়নবিদ হ্যানস এডলফ ক্রাফস, ড. হালিমা খাতুন, তসলিমা নাসরিন।
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
দিনটি ভাগ্য উন্নয়নে সহায়ক হতে পারে। উচ্চশিক্ষার্থীদের জন্য সময় অনুকূল থাকবে। সম্ভাব্য ক্ষেত্রে বিদেশযাত্রার যোগ আছে। ধর্মীয় কাজকর্মে উৎসাহ বোধ করবেন। সৎগুরুর সান্নিধ্যে উপকৃত হতে পারেন। প্রবাস আনন্দদায়ক হতে পারে।
বৃষ (২১ এপ্রিল-২০ মে)
শরীর-মন ভালো নাও থাকতে পারে। পরকীয়া সম্পর্কে না জড়ালে ভালো করবেন। বদনাম বইতে পারে। প্রাপ্ত সম্পদ যাচাই করে নিন। শোকগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে। আজ কোনো ঝুঁকি নেওয়া ঠিক হবে না।
মিথুন (২১ মে-২০ জুন)
ব্যবসায়িক দিক ভালো যাবে। যৌথ ও অংশীদারি ব্যবসায় সুফল পেতে পারেন। দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। অবিবাহিতদের কারো কারো বিয়ে হতে পারে। যাত্রা ও যোগাযোগ শুভ। ব্যয়াধিক্য দেখা দিতে পারে।
কর্কট (২১ জুন-২০ জুলাই)
শরীর অসুস্থ হতে পারে। ঠান্ডা সম্পর্কে সতর্ক থাকুন। শত্রু তৎপরতা বৃদ্ধি পাবে। আজ কাউকে কোনো প্রতিশ্রুতি দেওয়া ঠিক হবে না। যে কোনো ব্যাপারে চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নিন। প্রয়োজনে সীমিত ঝুঁকি নিতে পারেন।
সিংহ (২১ জুলাই-২১ আগস্ট)
বিদ্যার্থীদের জন্য সময় অনুকূল থাকবে। পড়াশোনার ব্যাপারে অন্যের সহযোগিতা পেতে পারেন। সন্তানের কোনো সাফল্য আনন্দদায়ক হতে পারে। প্রেমে সাফল্য সম্ভাবনা আছে। রোমাঞ্চ ও বিনোদন শুভ। তথ্যগত বিভ্রান্তি সম্পর্কে সতর্ক থাকুন।
কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
স্বাস্থ্য ভালো যাবে। বন্ধুদের সহযোগিতা পেতে পারেন। বাড়িতে অতিথিসমাগম হতে পারে। ব্যক্তিগত যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। প্রবাসী আপনজনের সঙ্গে যোগাযোগ হতে পারে। শেয়ার ব্যবসায়ীদের বিনিয়োগের ব্যাপারে সতর্ক থাকতে হবে।
তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
ব্যবসায়িক দিক ভালো যাবে। বিক্রয় বাণিজ্যে লাভযোগ আছে। প্রয়োজনে সীমিত ঝুঁকি নিতে পারেন। কনিষ্ঠ ভ্রাতা-ভগ্নিদের সমর্থন ও সহযোগিতা পাবেন। মনোবল বৃদ্ধি পাবে। প্রয়োজনে কোনো বন্ধুর সুপরামর্শ পেতে পারেন।
বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
আর্থিক দিক ভালো যাবে। মন দুশ্চিন্তামুক্ত থাকতে পারে। ভালো ব্যবহার দিয়ে অন্যের মন জয় করতে পারবেন। যাত্রা ও যোগাযোগ শুভ। নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। প্রবাসীদের জন্য দিনটি শুভ।
ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
শরীর-স্বাস্থ্য ভালো থাকতে পারে। পরোপকারে সময় ও অর্থ ব্যয় হতে পারে। মন ভালো থাকবে। আপনার বিনয়ী আচরণে অন্যরা সহজে আকৃষ্ট হতে পারে। ব্যক্তিত্ব দ্বারা কাউকে প্রভাবিত করা খুব একটা কঠিন হবে না। দূরের যাত্রা শুভ।
মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
শরীর ভালো থাকবে না। ভ্রমণের সুযোগ পেতে পারেন। কোনো পূর্ব কাজের ফল ভোগ করতে পারেন। ব্যয়াধিক্য দেখা দিতে পারে। প্রবাসী আপনজনের সঙ্গে যোগাযোগ হতে পারে। আজ কোনো ঝুঁকি নেওয়া ঠিক হবে না।
কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
আর্থিক দিক ভালো যাবে। আয়-উপার্জন বৃদ্ধির সম্ভাবনা আছে। বন্ধুদের সহযোগিতা পাবেন। সাংগঠনিক কাজে সুফল পেতে পারেন। ট্রেড ইউনিয়ন কর্মীদের জন্য দিনটি শুভ। জন সম্পৃক্ত কাজে সাফল্য আসতে পারে।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
অসুস্থ বাবার আরোগ্য লাভের সম্ভাবনা আছে। কর্মপরিবেশ অনুকূল থাকবে। কর্মস্থলে আজ ভালো কিছু ঘটতে পারে। অধীনস্তদের কাজে লাগানো সহজ হবে। বেকারদের কর্মসংস্থান প্রচেষ্টায় কারো কারো সাফল্য আসতে পারে। বৈদেশিক যোগাযোগ শুভ।