রাশিফল
ঝামেলায় জড়াবেন না তুলা, উপহার পাবেন মীন
আজ ১২ ভাদ্র, ১৪২২ বঙ্গাব্দ এবং ১১ জিলকদ ১৪৩৬ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ কন্যা রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫টা ৪৯ মিনিটে এবং সূর্যাস্ত ৬টা ২৭ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কন্যা রাশির জাতক-জাতিকা। আপনার জন্ম সংখ্যা ৯। আপনার ওপর প্রভাবকারী গ্রহ রবি ও মঙ্গল। আপনার শুভ সংখ্যা ১ ও ৯। শুভ বার রবি ও মঙ্গল। শুভ রত্ন চুনি ও প্রবাল। প্রকৃতিগতভাবে আপনি উদ্যোগী ও সাহসী। সেই সঙ্গে সাবধানী ও কৌশলী। নিজের বক্তব্য সুন্দরভাবে প্রকাশ করতে পারেন। অন্যকে প্রভাবিত করতে পারেন। নেতৃত্বের গুণাবলি রয়েছে আপনার মধ্যে। সহজে সরাসরি বিরোধে জড়ান না। আপনার মেধা যে কোনো বিষয়ের গভীরে যেতে সহায়তা করে আর সময়মতো সিদ্ধান্তে পৌঁছাতে কোনো অসুবিধা হয় না। মধ্যস্থতাকারীর ভূমিকা গ্রহণে আগ্রহ আপনাকে অনেক ঝামেলায় ফেলতে পারে।
আজকের দিনে জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব : প্রেসিডেন্ট লিন্ডন বি জনসন, কথাশিল্পী থিওডোর ড্রেইজার, দার্শনিক ফ্রেডরিক হেগেল, ইরা লেভিন, বিজ্ঞানী কার্লবুশ, তনিমা হামিদ, অতুল ঘোষ।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল) : আজ ভাগ্য আপনার অনুকূলেই থাকবে। শিক্ষার্থীদের জন্য দিনটি শুভ। সম্ভাব্য ক্ষেত্রে বিদেশযাত্রার যোগ আছে। আর্থিক দিক ভালো থাকবে। দূরের যাত্রা শুভ। প্রয়োজনে সীমিত ঝুঁকি নিন।
বৃষ (২১ এপ্রিল-২০ মে) : হঠাৎ অসুস্থবোধ করতে পারেন। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন। দুর্ঘটনা এড়াতে দ্রুতগতির যানবাহন পরিহার করুন। কর্মক্ষেত্রে কাজের চাপ বৃদ্ধি পেতে পারে। দাম্পত্য ক্ষেত্রে মানিয়ে চলার চেষ্টা করুন। প্রবাসী আপনজনের সঙ্গে যোগাযোগ হতে পারে।
মিথুন (২১ মে-২০ জুন) : ব্যবসায়ীদের জন্য দিনটি শুভ নয়। নতুন বিনিয়োগে সতর্কতা অবলম্বন করুন। দাম্পত্য ক্ষেত্রে মানিয়ে চলার চেষ্টা করুন। পথ চলতে সাবধানতা অবলম্বন করুন। রোমান্স শুভ নয়। প্রাপ্ত তথ্য যাচাই করে নিন।
কর্কট (২১জুন-২০ জুলাই) : দিনটি মোটামুটি ভালোই কাটবে। ব্যবসায়ীদের জন্য দিনটি শুভ। দাম্পত্য পরিবেশ অনুকূল থাকবে। কর্মজীবীদের কর্মপরিবেশ অনুকূল থাকবে। যোগাযোগ শুভ। পুরোনো কোনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে।
সিংহ (২১ জুলাই-২১ আগস্ট) : হঠাৎ অসুস্থবোধ করতে পারেন। মানসিক অস্থিরতা দেখা দিতে পারে। শত্রুপক্ষের তৎপরতা বৃদ্ধি পেতে পারে। সকল ক্ষেত্রে গোপনীয়তা বজায় রাখার চেষ্টা করুন। রোমান্স শুভ নয়। ঝুঁকিপূর্ণ কাজ এড়িয়ে চলুন।
কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর) : শিক্ষার্থীদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। একটু চেষ্টা করলেই ভালো কিছু আশা করতে পারেন। সম্ভাব্য ক্ষেত্রে সন্তানলাভের যোগ আছে। মানসিকভাবে চাঙ্গা থাকবেন। রোমান্স শুভ। সন্তানের কোনো সাফল্য আনন্দদায়ক হতে পারে।
তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর) : পুরোনো কোনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। পারিবারিক দিক মোটামুটি ভালো থাকবে। তথ্য বিভ্রান্তি, দেখা দিতে পারে। অযাচিত কোনো ঝামেলায় না জড়ালেই ভালো করবেন। মাতৃস্বাস্থ্য ভালো যাবে। দূরের যাত্রা শুভ।
বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর) : ভাই-বোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। আজ সাহস ও বুদ্ধিমত্তাকে কাজে লাগানোর চেষ্টা করুন। ব্যয় বৃদ্ধির আশঙ্কা আছে। ভ্রমণ যোগ আছে। বিনোদন শুভ। প্রবাসীদের কর্মপরিবেশ অনুকূল থাকবে।
ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর) : ব্যবসায়ীদের জন্য দিনটি শুভ। নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। আয়ের ক্ষেত্রগুলো সচল থাকবে। দাম্পত্য পরিবেশ অনুকূল থাকবে। আজ কারো দ্বারা উপকৃত হতে পারেন। প্রয়োজনবোধে সীমিত ঝুঁকি নিন।
মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি) : মানসিকভাবে চাঙ্গা থাকবেন। অসমাপ্ত কাজগুলো শেষ করতে পারবেন। কর্মপরিবেশ অনুকূল থাকবে। কর্মক্ষেত্রে কারো সহযোগিতা পেতে পারেন। দিনটি কাজে লাগানোর চেষ্টা করুন। যোগাযোগ শুভ।
কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি) : ব্যয় বৃদ্ধির আশঙ্কা আছে। দাম্পত্য ক্ষেত্রে মানিয়ে চলার চেষ্টা করুন। কর্মক্ষেত্রে কাজের চাপ বৃদ্ধি পেতে পারে। সম্ভাব্য ক্ষেত্রে বিদেশযাত্রা হতে পারে। মানসিক অস্থিরতা পরিহার করুন। রোমান্টিক যোগাযোগ শুভ।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ) : আর্থিক দিক ভালো থাকবে। আজ কারো কাছ থেকে উপহার পেতে পারেন। ব্যবসায়ীদের জন্য দিনটি শুভ। দাম্পত্য পরিবেশ অনুকূল থাকবে। বিনোদন শুভ। প্রবাসী সন্তানের খবর পেতে পারেন।