রাশিফল
আয়-উপার্জন বাড়তে পারে মীনের, বিবাদ এড়িয়ে চলুন কুম্ভ
আজ যদি আপনার জন্মদিন হয়, তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কন্যা রাশির জাতক-জাতিকা। আপনার জন্মসংখ্যা-১, অধিপতি গ্রহ-রবি ও বুধ, শুভ সংখ্যা- ১ ও ৫, শুভ বার রবি ও বুধ, শুভ রত্ন- চুনি ও পান্না। প্রকৃতিগতভাবে আপনি সৃজনশীল ও বুদ্ধিমান। ব্যবহারে বিনয়ী ও সহানুভূতিশীল। নীতি ও আদর্শের প্রতি বিশ্বস্ত। নীরবে কাজ করতে পছন্দ করেন। দায়িত্বশীল ও বিশ্বস্ত। তবে ব্যক্তিগত, সামাজিক ও ব্যবসায়িক সম্পর্কের ক্ষেত্রে সতর্ক। ন্যায় ও অন্যায়ের অনুভূতি আপনার মধ্যে প্রখর। নিঃস্বার্থভাবে অন্যের জন্য কাজ করে যেতে পারেন। মেধা, সৃজনশীলতা ও বিনয় আপনার সাফল্যের পথ প্রশস্ত করবে। আজকের দিনে জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব : কবি গ্যেঁটে, প্রকৃতিবিদ রজার পিটারসন, বেন গাজারা, চার্লস বয়ার, চিত্রশিল্পী মরিস গ্রাইভস, কণ্ঠশিল্পী সামিনা চৌধুরী।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ (Aries) (২১ মার্চ-২০ এপ্রিল)
কর্মপরিবেশ অনুকূলে থাকবে। কর্মস্থলে আজ ভালো কিছু হতে পারে। সহকর্মীদের সহযোগিতা পাবেন। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। বেকারদের কর্মসংস্থান প্রচেষ্টায় কারো কারো সাফল্য আসতে পারে। দূরের যাত্রা শুভ।
বৃষ (Taurus) (২১ এপ্রিল-২০ মে)
সামাজিক কাজকর্মে সাফল্য পেতে পারেন। আজ ভাগ্যের সহায়তা পাবেন। উচ্চশিক্ষারত শিক্ষার্থীদের জন্য সময় অনুকূলে থাকবে। ভ্রমণের সুযোগ পেতে পারেন। যাত্রা ও যোগাযোগ শুভ। ধর্ম ও আধ্যাত্মিকতার প্রতি অনুরাগ সৃষ্টি হতে পারে।
মিথুন (Gemini) (২১ মে-২০ জুন)
দিনটি খুব একটা অনুকূলে নাও থাকতে পারে। শরীর ভালো যাবে না। অনভিপ্রেত কোনো সংবাদ পেতে পারেন। ব্যবসায়িক দিক ভালো যাবে না। নতুন বিনিয়োগে সতর্ক থাকুন। বিনোদন শুভ।
কর্কট (Cancer) (২১ জুন-২০ জুলাই)
ব্যবসায়িক দিক ভালো যাবে। যৌথ ও অংশীদারি ব্যবসায় সুফল পেতে পারেন। দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। অবিবাহিতদের বিয়ের ব্যাপারে কোনো ধরনের অগ্রগতি হতে পারে। ঘনিষ্ঠ বন্ধুদের সহযোগিতা পেতে পারেন। বৈদেশিক যোগাযোগ শুভ।
সিংহ (Leo) (২১ জুলাই-২১ আগস্ট)
শরীর ভালো যাবে না। শত্রুপক্ষের তৎপরতা বৃদ্ধি পাবে। ব্যক্তিগত দায়-দায়িত্ব বৃদ্ধি পেতে পারে। কর্মপরিবেশ ভালো থাকবে না। কর্মস্থলে পদস্থ কর্মকর্তার সঙ্গে মতবিরোধ দেখা দিতে পারে। আজ কোনো ঝুঁকি নেওয়া ঠিক হবে না।
কন্যা (Virgo) (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
সৃজনশীল কাজকর্মে সুফল পেতে পারেন। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। পড়াশোনায় মন বসাতে পারবেন। শিল্প-সংস্কৃতির প্রতি অনুরাগ বৃদ্ধি পেতে পারে। সম্ভাব্য ক্ষেত্রে সন্তান লাভের যোগ আছে। রোমান্স ও বিনোদন শুভ।
তুলা (Libra) (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
কর্মপরিবেশ অনুকূলে থাকবে। অসুস্থ মায়ের আরোগ্য লাভের সম্ভাবনা আছে। তথ্যগত বিভ্রান্তি দেখা দিতে পারে। বন্ধুদের সহযোগিতা পাবেন। বিলাসদ্রব্য কেনাকাটা হতে পারে। অকারণে ব্যয় পরিহার করার চেষ্টা করুন।
বৃশ্চিক (Scorpio) (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
আত্মীয়দের কারো সঙ্গে যোগাযোগ হতে পারে। প্রিয় সান্নিধ্য আনন্দদায়ক হতে পারে। ব্যক্তিগত যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। কাজকর্মে উৎসাহ বোধ করবেন। মনোবল বৃদ্ধি পেতে পারে। সাহসিকতার সঙ্গে যে কোনো সমস্যার মোকাবিলা করতে পারবেন।
ধনু (Sagittarius) (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
আর্থিক দিক ভালো যেতে পারে। প্রাপ্তিযোগ আছে। ব্যবসায়িক যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। পাওনা টাকা আদায় হতে পারে। অধীনস্তদের কাজে লাগাতে পারবেন। প্রাপ্ততথ্য ভালোভাবে যাচাই করে নিন।
মকর (Capricorn) (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
শরীর ভালো থাকতে পারে। মনের শান্তি বজায় থাকবে। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারবেন। ভদ্র ও বিনয়ী আচরণে প্রতিপক্ষ বৈরিতা পরিহার করতে পারে। যাত্রা ও যোগাযোগ শুভ। আজ ভালো কোনো সংবাদ পেতে পারেন।
কুম্ভ (Aguarius) (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
হাতের কাজ শেষ করতে পারবেন। শরীর অসুস্থ হতে পারে। পুরোনো কোনো ব্যাধির পুনরাক্রমণ ঘটতে পারে। বিবাদ এড়িয়ে চলুন।
মীন (Pisces) (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
বন্ধুদের সহযোগিতা পাবেন। আর্থিক দিক ভালো যাবে। মন ভালো থাকবে। আয়-উপার্জন বৃদ্ধি পেতে পারে। জেষ্ঠ ভ্রাতা-ভগ্নিদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। ব্যবসায়িক লেনদেনে কোনো ভুল বোঝাবুঝি হতে পারে।