রাশিফল
আনুকূল্য পাবেন মিথুন, শত্রুতা বৃদ্ধি পাবে তুলার
আজ যদি আপনার জন্মদিন হয়, তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কন্যা রাশির জাতক-জাতিকা। আপনার জন্মসংখ্যা-৪, অধিপতি গ্রহ-বুধ ও ইউরেনাস, শুভ সংখ্যা- ৪ ও ৫, শুভ বার-রবিব ও বুধ, শুভ রত্ন- পান্না ও গার্নেট। প্রকৃতভাবে আপনি সুনির্দিষ্ট নীতি ও আদর্শের অনুসারী। নীতিতে আপনি অনড়। নিজে অন্যায় পছন্দ করেন না। তাই অন্যের ভুল ধরিয়ে দিতেও আপনার কোনো দ্বিধা নেই। আপনার স্পষ্টবাদিতার জন্য পরিচিতরা আপনাকে সমীহ করবে এবং ভুল বুজবে। আপনি সৃজনশীল। তা ছাড়া আছে উদ্ভাবনী মেধা। জীবনে আপনাকে অনেক অপ্রত্যাশিত বাধা ও প্রতিকূলতার সম্মুখীন হতে হবে। নিজস্ব পথে অগ্রসর হলে আপনি জীবনে বেশি সফল হবেন। আজকের দিনে জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব : জ্যোর্তিবিদ বার্নাড লোভেল, কথাশিল্পী উইলিয়াম সেরোওয়েন, প্রেসিডেন্ট র্যামন ম্যাগসেসে, সম্রাট জাহাঙ্গীর, হায়দার আকবর খান রনো, জেমস কেবান, ঐতিহাসিক জর্জ সার্টন।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ (Aries) (২১ মার্চ-২০ এপ্রিল)
শরীর অসুস্থ হতে পারে। অতীতের কোনো জটিল রোগ আবার নতুন করে দেখা দিতে পারে। কোনো পূর্ণ কর্মের ফল ভোগ করতে পারেন। ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। ব্যয় বৃদ্ধির আশঙ্কা আছে। বিবাদ এড়িয়ে চলুন।
বৃষ (Taurus) (২১ এপ্রিল-২০ মে)
দিনটি সামগ্রিকভাবে শুভ সম্ভাবনাময়। আয় বৃদ্ধির সম্ভাবনা আছে। জেষ্ঠ ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালো যাবে। বন্ধুদের সহযোগিতা পেতে পারেন। সাংগঠনিক কাজে সাফল্য আসতে পারে। জনসম্পৃক্ততা বৃদ্ধি পাবে।
মিথুন (Gemini) (২১ মে-২০ জুন)
পিতৃস্বাস্থ্য ভালো যাবে। অসুস্থ বাবার আরোগ্য লাভের সম্ভাবনা আছে। কর্মপরিবেশ অনুকূলে থাকবে। সহকর্মীদের সহযোগিতা পাবেন। বেকারদের কারো কারো চাকরি হতে পারে। পদস্থ ও প্রভাবশালী কারো আনুকূল্য পেতে পারেন।
কর্কট (Cancer) (২১ জুন-২০ জুলাই)
সামাজিক সম্মান ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে। ভাগ্যোন্নতির যে কোনো প্রচেষ্টা ফলপ্রসূ হতে পারে। ধর্ম ও আধ্যাত্মিকতার প্রতি আগ্রহ বৃদ্ধি পেতে পারে। সৎগুরুর সংস্পর্শে উপকৃত হতে পারেন। উচ্চশিক্ষার্থীদের জন্য দিনটি শুভ। ভ্রমণ ফলপ্রসূ হতে পারে।
সিংহ (Leo) (২১ জুলাই-২১ আগস্ট)
শরীর অসুস্থ হতে পারে। রোগকে অবহেলা করা ঠিক হবে না। অবস্থা বুঝে চিকিৎসকের পরামর্শ নিন। বদনাম সম্পর্ক থেকে বিড়ত থাকুন। শোকগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে। খারাপ কোনো সংবাদ পেতে পারেন।
কন্যা (Virgo) (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
শরীর-মন মোটামুটি ভালো থাকবে। অবিবাহিতদের কারো কারো বিয়ে হতে পারে। দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। ব্যবসায়িক দিক ভালো যাবে। যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। রোমান্স ও বিনোদন শুভ।
তুলা (Libra) (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
সাময়িকভাবে কোনো কারণে অসুস্থ বোধ করতে পারেন। শত্রুতা বৃদ্ধি পাবে। জ্ঞাতিশত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। প্রাপ্ততথ্য ভালোভাবে যাচাই করে নিন। বিমাতা বা বৈমাত্রেয় ভাইবোনের আচরণে মনে কষ্ট পাবেন। প্রবাসীদের জন্য দিনটি শুভ।
বৃশ্চিক (Scorpio) (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। পড়াশোনায় মনোযোগী হতে পারবেন। সৃজনশীল কাজকর্মে সাফল্য পেতে পারেন। প্রণয়ে সাফল্যের সম্ভাবনা আছে। রোমান্স ও বিনোদন শুভ। প্রযোজনে সীমিত ঝুঁকি নিন।
ধনু (Sagittarius) (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
মাতৃস্বাস্থ্য ভালো যাবে। অসুস্থ মায়ের আরোগ্য লাভের সম্ভাবনা আছে। কোনো প্রত্যাশা পূরণ হতে পারে। বিলাসদ্রব্য কেনাকাটা হতে পারে। পারিবারিক পরিবেশ ভালো থাকবে। আবেগপ্রবণ না হলেই ভালো করবেন।
মকর (Capricorn) (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
কাজকর্মে উৎসাহ বোধ করবেন। কনিষ্ঠ ভ্রাতা-ভগ্নিদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। কারো আচরণে মনে কষ্ট পেতে পারেন। সাহসিকতার সঙ্গে যে কোনো পরিস্থিতির মোকাবিলা করতে পারবেন। যাত্রা ও যোগাযোগ শুভ। মনোবল বৃদ্ধি পাবে।
কুম্ভ (Aguarius) (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
আর্থিক দিক ভালো যেতে পারে। কোনো সূত্র থেকে অর্থাগমনের সম্ভাবনা আছে। পাওনা টাকা আদায় হতে পারে। ব্যবসায়িক লেনদেনে লাভবান হতে পারেন। সঞ্চয়ের চেষ্টা সফল হতে পারে। আজ কোনো ঝুঁকি না নিলেই ভালো করবেন।
মীন (Pisces) (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
শরীর ভালো থাকবে। সামাজিক কাজে অংশ নিতে পারেন। যশ ও সুনাম বৃদ্ধি পেতে পারে। মন ভালো থাকবে। দূরের যাত্রা শুভ। দাম্পত্য সম্পর্ক ভালো থাকতে পারে।