রাশিফল
কর্কট সাবধান, সিংহের সুদিন
আজ যদি আপনার জন্মদিন হয়, তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কন্যা রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা ৪। আপনার ওপর প্রভাবকারী গ্রহ বুধ ও ইউরেনাস। আপনার শুভসংখ্যা ৪ ও ৫। শুভবার রবি ও বুধ। শুভ রত্ন-চুনি ও পান্না। প্রকৃতিগতভাবে আপনার চিন্তাধারায় মৌলিকত্ব রয়েছে। আপনি স্বাধীনচেতা ও অনেকটা খেয়ালি। সহজে মিশতে ও বন্ধুত্ব করতে পারেন না। অসাধারণ দৃঢ়তা ও ইচ্ছাশক্তি আছে আপনার। এটা একগুঁয়েমিতে পরিণত হতে পারে। আপনার শত্রু হবে অনেক। কুৎসাও শুনতে হবে আপনাকে। পরিবেশ ও পরিস্থিতি দ্বারা আপনার জীবনের ঘটনাপ্রবাহ গভীরভাবে প্রভাবিত হবে। আপনাকে সহনশীল ও কুশলী হতে হবে। আজকের দিনে জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব : বিজ্ঞানী সাইমন লেক, অভিনেতা বুলবুল আহমেদ, গায়িকা সাবিনা ইয়াসমিন, লাকী ইনাম, ঔপন্যাসিক ম্যারি রেনল্ড, রাজনীতিক দাদাভাই নওরোজি, জীববিজ্ঞানী ম্যাক্স ডেলবার্ক, হেনরি ফোর্ড, এস ওয়াজেদ আলী।
দ্বাদশ রাশির পূর্বাভাস :
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)
দিনটি সামগ্রিকভাবে ভালো যাবে। সকালের দিকে শরীর-মন ভালো থাকবে। দুপুরের পরে ব্যয়াধিক্য দেখা দিতে পারে। ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। যাত্রা ও যোগাযোগ শুভ। প্রয়োজনে সীমিত ঝুঁকি নিন।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)
সকালবেলায় ব্যয়াধিক্য দেখা দিতে পারে। ভ্রমণের সুযোগ পেতে পারেন। কোনো ধরনের অনভিপ্রেত সংবাদ পেতে পারেন। দুপুরের পরে শরীর ভালো যাবে। বিনোদন শুভ।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)
প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। বন্ধুদের সহযোগিতা পেতে পারেন। শোকগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে। শরীর কিছুটা অসুস্থ হতে পারে। যাত্রা ও যোগাযোগ শুভ। ব্যয়াধিক্য দেখা দিতে পারে।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)
আর্থিক দিক ভালো যাবে। আয়-উপার্জন বৃদ্ধি পেতে পারে। সাংগঠনিক কাজে সুফল পেতে পারেন। জনসম্পৃক্ততা বৃদ্ধি পাবে। সকালের দিকে আজ কোনো ঝুঁকি না নিলেই ভালো করবেন। রোমান্স ও বিনোদন শুভ।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)
সামাজিক কাজে সাফল্য পেতে পারেন। অন্যের কাছে গ্রহণযোগ্যতা বৃদ্ধি পেতে পারে। সম্মান ও মর্যাদা বৃদ্ধির সম্ভাবনা আছে। কোনো উচ্চাশা পূর্ণ হতে পারে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। প্রিয় সান্নিধ্য আনন্দদায়ক হতে পারে।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
দুপুরের পর ভাগ্যোন্নতির চেষ্টায় সুফল পেতে পারেন। প্রাপ্ত তথ্যের ওপর নির্ভর করতে পারেন। ধর্মীয় কাজকর্মের প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে। উচ্চশিক্ষার্থীদের জন্য দিনটি শুভ। সম্ভাব্য ক্ষেত্রে বিদেশযাত্রার যোগ আছে। প্রবাসী আপনজনের সঙ্গে যোগাযোগ হতে পারে।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
সকালবেলায় কর্মপরিবেশ অনুকূল থাকবে। দুপুরের পর শরীর ভালো নাও থাকতে পারে। অনভিপ্রেত কোনো সংবাদ পেতে পারেন। শোকগ্রস্ত হতে পারেন। প্রবাসী আপনজনের সঙ্গে যোগাযোগ হতে পারে। ট্যাক্স-সংক্রান্ত কোনো বিষয়ে চিন্তিত হতে পারেন।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
কর্মপরিবেশ ভালো যাবে। ব্যবসায়িক দিক ভালো যাবে। যৌথ ও অংশীদারি কারবারে সুফল পেতে পারেন। বৈবাহিক আলোচনায় অগ্রগতি হতে পারে। দুপুরের যাত্রা শুভ। নতুন বিনিয়োগে সুফল আশা করতে পারেন।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
বিকেলের দিকে শরীর অসুস্থ হতে পারে। পরিমিত আহার ও বিশ্রাম গ্রহণ করুন। শত্রুদের সম্পর্কে সতর্ক থাকুন। বিদ্যার্থীদের জন্য সকালবেলায় সময় অনুকূল থাকবে। বিনোদন শুভ। তথ্যগত বিভ্রান্তি দেখা দিতে পারে।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
মাতৃস্বাস্থ্য ভালো যাবে। বিলাসদ্রব্য কেনাকাটা হতে পারে। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। পড়ালেখায় মন বসাতে পারবেন। সৃজনশীল কাজে সাফল্য পেতে পারেন।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
কনিষ্ঠ ভাইবোনের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। পারিবারিক পরিবেশ ভালো থাকবে। মনোবল বৃদ্ধি পাবে। প্রবাসী আপনজনের সঙ্গে যোগাযোগ হতে পারে। আজ কোনো ঝুঁকি নেওয়া ঠিক হবে না। সাহসিকতার সঙ্গে যেকোনো পরিস্থিতি সামাল দিতে পারবেন।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
আর্থিক দিক ভালো যাবে। পাওনা টাকা আদায় হতে পারে। কাজকর্মে উৎসাহ পাবেন। মনোবল বৃদ্ধি পাবে। সাহসিকতার সঙ্গে যেকোনো সমস্যা মোকাবিলা করতে পারবেন। যাত্রা ও যোগাযোগ শুভ।