হাসপাতালে যে বিষয়গুলো মনে রাখবেন

Looks like you've blocked notifications!

অসুস্থ আত্মীয় বা পরিচিতজনকে হাসপাতালে দেখতে গিয়ে অনেকেই মেতে ওঠেন খোশগল্প বা আড্ডায়। অনেকেই নির্ধারিত সময় পার হয়ে যাওয়ার পরও ওঠার নাম করেন না। আবার কেউ কেউ যান যখন-তখন রোগী দেখতে। কেউ কেউ এমন সাজপোশাকে হাসপাতালে যান, দেখে বোঝার উপায় থাকে না যে তা বিয়েবাড়ি নাকি হাসপাতালের সাজ। প্রকৃতপক্ষে হাসপাতালেও থাকে কিছু অলিখিত নিয়মকানুন, যা আমাদের সবার মেনে চলা উচিত। তাই সেখানে গেলে যে বিষয়গুলো মনে রাখতে হবে, অ্যাডভান্স ইটিক্যুইটির সৌজন্যে বরং চলুন দেখে নেওয়া যাক।

১। আপনার মোবাইল ফোন নীরব করে রাখুন।

২। হাসপাতালে উচ্চ স্বরে কথা বলা বা হৈচৈ এড়িয়ে চলুন।

৩। নির্ধারিত সময়ে রোগীকে দেখতে যান।

৪। ছোটদের না নিয়ে যাওয়াই ভালো।

৫। রোগীর সামনে নেতিবাচক মন্তব্য করবেন না। তাকে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে সাহস জোগান।

৬। প্রতিটি হাসপাতালের নিজস্ব কিছু নিয়ম থাকে, সেই নিয়মগুলো মেনে চলুন।

৭। অন্য রোগীদের অসুবিধা হয় এমন কাজ থেকে বিরত থাকুন।

৮। চড়া মেকআপ করে যাবেন না।

৯। আপনার জামাকাপড় থেকে রোগীর শরীরে ইনফেকশন ছড়াতে পারে, তাই রোগীর বিছানায় বসবেন না।

১০। অযথা করিডোরে ঘোরাফেরা করবেন না।

১১। ডাক্তার বা নার্সের সঙ্গে খারাপ ব্যবহার করবেন না।

১২। হাসপাতালের পরিচ্ছন্নতা নষ্ট যাতে না হয়, সেদিকে খেয়াল রাখবেন।