পার্টিতে কী করবেন, কী করবেন না

Looks like you've blocked notifications!

সামাজিকতা রক্ষা করতে গিয়ে আমাদের অংশ নিতে হয় বিভিন্ন অনুষ্ঠানে। বন্ধুর বিয়ে, বন্ধুর জন্মদিন, সন্তানের বন্ধুর জন্মদিন, পারিবারিক বিভিন্ন অনুষ্ঠান থেকে শুরু করে অফিসেও থাকে নানা পার্টি। আর সেই পার্টিতে আপনি যখন অতিথি, তখন কেমন হবে আপনার আচরণ? পার্টির শুরু থেকে শেষ পর্যন্ত কেমন হওয়া চাই আপনার আদদকেতা, চলুন জেনে নেওয়া যাক ফুড নেটওয়ার্কের সৌজন্যে।

কী করবেন

১. যিনি পার্টি দিচ্ছেন, তাঁর জন্য উপহার নিয়ে যান। ফুল, চকলেট, শোপিস নিয়ে যেতে পারেন। খুব কাছের মানুষ না হলে জামাকাপড়ের মতো ব্যক্তিগত জিনিস না নেওয়াই ভালো।

২. স্বাস্থ্যগত বা অন্য কোনো কারণে খাওয়া-দাওয়ার বিধিনিষেধ থাকলে তা আগে থেকেই জানিয়ে দিন।

৩. অনেক সময় পার্টির নির্দিষ্ট একটি থিম থাকে। সাধারণত পার্টির পোশাক বা মজার কোনো বিষয় নিয়ে থিম করা হয়। পার্টির থিম আগে থেকে জেনে নিন। তাহলে সেদিন আর আপনাকে অপ্রস্তুত হতে হবে না।

৪. ধীরেসুস্থে খাবার টেবিলে যান। অযথা ভিড় করবেন না।

৫. শুধু খেতে ব্যস্ত না থেকে খাবার টেবিলে টুকটাক কথাবার্তা বলুন।

৬. খেয়াল রাখবেন, আপনার ব্যবহার যেন অন্যদের বিরক্তির কারণ না হয়।

৭. অনুষ্ঠান শেষে চলে আসার সময় নিমন্ত্রণকারীকে ধন্যবাদ জানান।

৮. বেরিয়ে আসার সময় নিমন্ত্রণকারীর সঙ্গে অপ্রয়োজনীয় আলাপ করবেন না। কারণ, আপনি ছাড়াও অনেক অতিথিকে বিদায় জানানোর দায়িত্ব রয়েছে তাঁর।

কী করবেন না

১. পার্টিতে কখনো দেরি করে ঢুকবেন না। কোনো কারণে দেরি হলে নিমন্ত্রণকারীকে ফোন করে জানিয়ে দিতে ভুলবেন না।

২. নিমন্ত্রণকারীর অনুমতি না নিয়ে আপনার সঙ্গে অনিমন্ত্রিত কাউকে নিয়ে পার্টিতে যাবেন না।

৩. আড্ডা দিতে দিতে কারো সঙ্গে তর্ক জুড়ে দেবেন না।

৪. খাওয়ার সময় প্লেটে খাবারের স্তূপ করবেন না।

৫. কাউকে অতিরিক্ত ব্যক্তিগত প্রশ্ন করবেন না।

৫। অন্যের পোশাক, সাজসজ্জা নিয়ে মন্তব্য থেকে বিরত থাকুন।