সুগন্ধি ব্যবহারের আদবকেতা

Looks like you've blocked notifications!
পোশাক এবং জায়গা বুঝে সুগন্ধি নির্বাচন করুন। ছবি : ফ্যাশন সানরাইজ

কাজের প্রয়োজনে হরহামেশাই আমাদের ঘরের বাইরে যেতেই হয়। সাজের অন্যতম অনুষঙ্গ হিসেবে আমরা সুগন্ধি কমবেশি সবাই ব্যবহার করে থাকি। আর আমাদের ব্যক্তিত্বের বহিঃপ্রকাশ ঘটায় এই সুগন্ধি। আবার আপনার সুগন্ধি অন্য কারো বিরক্তির কারণ হয়ে ওঠে কি না সেদিকে খেয়াল রাখাও জরুরি। প্রয়োজনের অতিরিক্ত সুগন্ধি আপনার ব্যক্তিত্ব প্রকাশে বাধা দেয়। তাই সুগন্ধি ব্যবহারের ক্ষেত্রে একটু সচেতন হয়ে কিছু আদবকেতা মেনে চলা উচিত। লাইফস্টাইল বিষয়ক ওয়েবসাইট অ্যাবাউটে সুগন্ধি ব্যবহারের আদবকেতার কিছু দিক তুলে ধরা হয়েছে।

জেনে নিন সুগন্ধি ব্যবহারের গুরুত্বপূর্ণ কিছু আদবকেতা-

  • জায়গা বুঝে সুগন্ধি নির্বাচন করুন। কোথাও যাওয়ার আগে বুঝে নিন সেখানে কেমন সুগন্ধি ব্যবহার করা ভালো।
  • বদ্ধ স্থানে হালকা ধরনের সুগন্ধি এবং খোলা স্থানে কড়া সুগন্ধি ব্যবহার করতে পারেন। 
  • অতিরিক্ত সুগন্ধি ব্যবহার করবেন না। এর ঘ্রাণে অন্য কারও সমস্যা হতে পারে। এমনকি সে অসুস্থও হতে পারে। 
  • আপানার ব্যক্তিত্বের সঙ্গে মিলিয়ে সুগন্ধি ব্যবহার করুণ। আগে জানুন আপনার কোন ঘ্রাণ পছন্দ। মিষ্টি অথবা ফুলেল কোনোকিছু অথবা তীব্র ও ঝাঁঝালো কিছু,  যাই হোক না কেন নিজের কথা চিন্তা করে নির্বাচন করুন।
  • যে ব্র্যান্ডের সুগন্ধি আপনার পছন্দ সেটাই কিনুন। অন্যের পছন্দের ব্র্যান্ড না কেনাই ভালো।
  • যে সুগন্ধির ঘ্রাণ অন্যের গায়ে ভালো লাগছে তা আপনার গায়ে ভালো নাও লাগতে পারে। তাই সুগন্ধি কেনার আগে নিজের ত্বকের ওপর পরীক্ষা করে দেখে নিন।
  • ভালো ঘ্রাণ পেতে চাইলে হাতের কবজি, কানের পিছনে এবং গলায় দিতে পারেন। তাহলে ঘ্রাণ বেশিক্ষণ স্থায়ী হবে।
  • কর্মস্থলে খুব বেশি তীব্র ঝাঁঝের সুগন্ধি ব্যবহার না করাই ভালো। অন্য সহকর্মীরা বিরক্ত হতে পারে।
  • অনেকই ঘামের মধ্যে সুগন্ধি ব্যবহার করে। এতে আরও বাজে গন্ধ তৈরি হয়।
  • কাপড়ে সুগন্ধি ব্যবহার করবেন না। এতে কাপরের সুতা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।
  • শরীরে সুগন্ধি অনেকক্ষন স্থায়ী হয়। অন্যদিকে কাপড়ের সুগন্ধি খুব বেশিক্ষন স্থায়ী হয় না।
  • যেকোনো গয়না পরার আগে সুগন্ধি ব্যবহার করে নিন। অন্যথায় গয়না নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে।
  • সুগন্ধি ব্যবহার না করে রেখে দিলে এর কার্যকারিতা নষ্ট হয়ে যায়।
  • পোশাক অনুযায়ী সুগন্ধি ব্যবহার করুন। হালকা পোশাকে স্নিগ্ধ ঘ্রান আর জমকালো পোশাকে একটু কড়া ঘ্রাণ ব্যবহার করতে পারেন।
  • বাইরে বের হওয়ার কিছুক্ষণ আগে সুগন্ধি ব্যবহার করুন। তাহলে ঘ্রাণ স্থায়ী হবে।
  • ত্বক অনুযায়ী সুগন্ধি স্থায়ী হয়ে থাকে। যেমন- তৈলাক্ত ত্বকে সুগন্ধি বেশিক্ষন স্থায়ী হয়। আর শুষ্ক ত্বকে তাড়াতাড়ি ঘ্রাণ চলে যায়।
  • ত্বকের থেকে চুলে সুগন্ধির ঘ্রাণ বেশিক্ষণ স্থায়ী হয়।