ফারনাজ মেকওভার

স্নিগ্ধতা থাকুক বৈশাখী সাজে

Looks like you've blocked notifications!

চলে এলো নতুন বছর, নতুন দিন। বাংলা ১৪২৬ সন। পয়লা বৈশাখ মানেই মনমতো সাজ আর দিনভর ঘোরাঘুরি। যেহেতু আবহাওয়াটা একটু গরম, তাই সাজটা একটু হালকা হওয়াই ভালো। এতে স্নিগ্ধ লাগবে আপনাকে। তবে লাল লিপস্টিক আর লাল টিপ চাই-ই চাই।

পয়লা বৈশাখের সাজ নিয়ে আমাদের আজকের আয়োজন ‘বৈশাখী সাজ’।  আপনাদের সুবিধার্থে এই সাজের প্রতিটি ধাপ নিজ হাতে করে দেখিয়েছেন ওমেন্স ওয়ার্ল্ডের পরিচালক ও অ্যাসথেটিশিয়ান ফারনাজ আলম।

ফারনাজ আলম কানাডার ইউনিভার্সিটি অব টরন্টো থেকে ত্বক বিষয়ে গ্র্যাজুয়েশন করেছেন। কানাডায় থাকার সময় ম্যাক কসমেটিকসের সঙ্গে বেশ কিছুদিন কাজও করেছেন তিনি। সেখানে ডার্মাটোলজিতেও কোর্স করা রয়েছে তাঁর। এরপর লন্ডনের নর্দামব্রিয়া ও মালয়েশিয়ার টেইলোরস থেকে আর্কিটেকচারের ওপর দুটি ডিগ্রি অর্জন করেন। এ ছাড়া তিনি অ্যাসথেটিকসের ওপর পড়াশোনা করেছেন। বর্তমানে ওমেন্স ওয়ার্ল্ডের পরিচালকের আসনে রয়েছেন। বিশ্বের ১০ হাজার প্রতিযোগীকে পেছনে ফেলে ল’রেল কন্টেস্টে ফাইনালিস্ট হয়েছেন ফারনাজ আলম। বর্তমানে ল’রেল প্যারিসের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে রয়েছেন তিনি।