ঈদে নতুন ফ্যাশন ট্রেন্ড নিয়ে লা রিভ

Looks like you've blocked notifications!

কদিন পরেই ঈদ। আর ঈদ মানেই উৎসবের রঙে নিজেকে রাঙানো। ঈদকে কেন্দ্র করে বেশ আগে থেকেই শুরু হয় ছেলেমেয়ে নির্বিশেষে বিভিন্ন রকম পোশাক কেনার ধুম। আসন্ন উৎসবের কথা মাথায় রেখেই ফ্যাশন সচেতনদের জন্য নতুন ট্রেন্ড নিয়ে এসেছে লা রিভ।

এবারে ঈদ উপলক্ষে দেশীয় ঐতিহ্যের সঙ্গে আন্তর্জাতিক ফ্যাশনের সংমিশ্রণে বাহারি নকশা ও বৈচিত্র্যময় ডিজাইনের হরেক ঈদের পোশাক এখন পাওয়া যাচ্ছে লা রিভের সব আউটলেট ও lerevecraze.com ওয়েবসাইটে।

লা রিভের প্রধান নির্বাহী মন্নুজান নার্গিস জানান, ঈদ মানে যেমন আনন্দ তেমনি নিজদের শেকড়, ঐতিহ্য অর্থাৎ উৎসের কাছে ফিরে যাওয়াও। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ঈদে সবাই নিজ নিজ উৎসের কাছে ফিরে যায়। এই ফিরে যাওয়া ও ঈদে প্রিয়জনের জন্য কেনাকাটা আরো অর্থবহ করে তুলতে আমরা এবার অরিজিন তথা উৎসমূল নিয়ে কাজ করেছি।

প্রতিটি দেশ ও জাতির রয়েছে নিজস্ব শিল্প ও সংস্কৃতি। এ শিল্প ও সংস্কৃতির পরিচয়েই দেশ ও জাতি পরিচিত হয়। বস্ত্র খাত আমাদের তেমনই এক ঐতিহ্য। অনেক অঞ্চলের মানুষ যখন গুহাবাসী, বাঙালি তখন অনেক সৃজনকর্মেই স্বচ্ছন্দ। তার একটি বস্ত্রবয়ন। তুলা উৎপাদন থেকে শুরু করে সুতা কাটা, কাপড় বোনায় বাঙালিরা ছিল অতুলনীয়। তাও যেনতেন কাপড় নয়, সেই সময় থেকেই উচ্চ মানসম্পন্ন কাপড় বুনে আসছে বাঙালি। যুগে যুগে বিভিন্ন দেশে তা রপ্তানিও হয়েছে। এর প্রমাণ মিসরের মমিতে পাওয়া মসলিনের নমুনা। লা রিভ এবারের ঈদ আয়োজনে মসলিনের ঐতিহ্য ফিরিয়ে আনার পাশাপাশি আরেক উৎসমূল জামদানি মোটিফ নিয়েও বহুমাত্রিক কাজ করেছে।

বিশ্বের আদি বয়নশিল্পের হাতে গোনা যে কয়টি ধারা আজও টিকে রয়েছে, জামদানি তার একটি। এর বয়ন বৈশিষ্ট্য মনোগ্রাহী। পরম্পরাগতভাবে বয়নশিল্পীরা স্মৃতি থেকে যে নকশায় জামদানি বুনে থাকেন সেই বয়নরীতি অনুসরণে জামদানি মোটিফে ফুটিয়ে তোলা হয়েছে লা রিভের ঈদের অনেক পোশাক।

‘এবারে লা রিভের ঈদ আয়োজনে মসলিনের সালোয়ার-কামিজ সেট ছাড়াও নতুন ট্রেন্ডে নারীদের জন্য থাকছে ড্র্যাপিং স্টাইল ইউনিক লং ড্রেস, ফ্লোর টাচ টু পিস সেট, জিপার অ্যাডেড সালোয়ার-কামিজ, সিগারেট প্যান্ট, কামিজ প্যাটার্ন পালাজ্জোসহ ফিউশনভিত্তিক শর্ট টপ অ্যান্ড পালাজ্জো উইথ অ্যাটাচড দোপাট্টা। আমরা এর নাম দিয়েছি ট্র্যাডিশনাল হিপস্টার। মোটিফের ক্ষেত্রে জামদানি ছাড়াও ব্যবহার করা হয়েছে ইসলামিক মোটিফ, ফ্লোরাল মোটিফ, আলপনা, চিরায়ত দেশীয় উপাদান, ম্যান্ডালাসহ বিভিন্ন ডিজাইন’, বলেন মন্নুজান নার্গিস।

উৎসব-আয়োজনে শাড়ি এখনো বাঙালি নারীর অন্যতম প্রিয় অনুষঙ্গ। লা রিভ ঈদ আয়োজনে রুচিশীল মানসম্মত শাড়ির সমারোহে থাকছে বিভিন্ন রকম সুতি, তাঁত কটন, হাফ সিল্ক ও কাতান শাড়ি। প্রিন্ট, মেশিন এমব্রয়ডারি, ট্যাসেল ও কারচুপি সমৃদ্ধ এসব শাড়ি পাওয়া যাচ্ছে বাহারি রং ও নকশায়।

শাড়ির পাশাপাশি স্বাচ্ছন্দ্যের জন্য এখনকার প্রায় সব বয়সী নারীরাই সালোয়ার-কামিজকে প্রাধান্য দিয়ে থাকেন। লা রিভ ঈদ আয়োজনে তাই থাকছে সমকালীন প্যাটার্ন, বৈচিত্র্যময় ছাঁট ও বাহারি নকশার অজস্র সালোয়ার-কামিজ। এক্সক্লুসিভ সালোয়ার-কামিজের সঙ্গে নিয়মিত সেটের কামিজেও এথনিক লুকের জন্য বিভিন্ন ধরনের ফ্লোরাল প্রিন্টের পাশাপাশি ব্যবহার করা হয়েছে কাঁথা স্টিচ ও গ্রামীণ পটভূমি। অপটিক্যাল ইলিউশন তৈরি করতে আবার কোথাও ব্যবহার করা হয়েছে স্ট্রাইপ ও জিওমেট্রিক প্যাটার্ন। বটমে লেইস ডিটেইলিংয়ের সঙ্গে দোপাট্টায়ও যোগ করা হয়েছে নান্দনিকতার ছোঁয়া। এ ছাড়া, ফ্যাশন সচেতন তরুণীদের জন্য লা রিভ টিউনিক কালেকশনে থাকছে স্ক্রিন প্রিন্ট ছাড়াও মেটালিক ওয়ার্ক, কারচুপি ডিটেইলিং, এমব্রয়ডারি, ব্লক, টাই-ডাই ও হ্যান্ড ওয়ার্ক সমৃদ্ধ টিউনিক ও লং কামিজ।

উৎসবের আবহ ফুটিয়ে তুলতে ঈদের পোশাকসমূহে বিশেষভাবে কফি, ম্যাজেন্টা, মেরুন, নীল, ধূসর, কালো, সাদা, সবুজ, বেগুনী ও গোলাপি রং ব্যবহার করা হয়েছে। মসলিন, কটন, লিনেন, জর্জেট ও সাটিন কাপড়ে তৈরি মূল পোশাকের সঙ্গে ওড়নায় ব্যবহার করা হয়েছে হাফ সিল্ক ও টাই-ডাইকৃত শিফন। এ ছাড়া পালাজ্জোগুলো এমনভাবে নকশা করা যেন যে কোনো কামিজ, টিউনিক বা সিঙ্গেল পিসের সঙ্গে তা মানিয়ে যায়।

ভিন্নমাত্রি.ক ফ্যাশন সচেতন পুরুষদের জন্য লা রিভ জামদানি মোটিফের বাহারি পাঞ্জাবির পাশাপাশি প্রথমবারের মতো কাট অ্যান্ড ড্র্যাপড, কাঁথা স্টিচের পাঞ্জাবিসহ প্যাটার্ন বেজড পাঞ্জাবি বাজারে এনেছে। কলার আর প্ল্যাকেটে বৈচিত্র্যের সঙ্গে সিল্ক, কটন, টু টোন, টাই-ডাই, স্লাব লিনেন ও ডবি কাপড়ে তৈরি এসব পাঞ্জাবিতে মিডিয়াম হিসেবে ব্যবহার করা হয়েছে স্ক্রিন প্রিন্ট, কারচুপি ও মেশিন এমব্রয়ডারি। এ ছাড়া পরিবেশ ও স্বাস্থ্য সচেতনদের জন্য রয়েছে ভেজিটেবল ডাই পাঞ্জাবির সমাহার। ভেজিটেবল ডাইয়ের বৈশিষ্ট্য হচ্ছে এতে পিঁয়াজ, হরীতকী, ডালিমের খোসা, খয়ের, হলুদসহ বিভিন্ন উদ্ভিজ উপকরণ দিয়ে কাপড়ের নকশা করা হয়। এ ছাড়া ঈদের সাজ ও নামাজে পূর্ণতা আনতে লা রিভ ঈদ সমাহারে আছে আলীগড় ও প্যান্ট পাজামাসহ ভেজিটেবল ডাই করা বাহারি টুপি।

পুরুষদের অন্যান্য পোশাকের মাঝে এবারই প্রথমবারের মতো লা রিভ নিয়ে এসেছে কার্ভড তথা অসম হেম টি-শার্ট। সিঙ্গেল জার্সি কটন ও স্লাব কটনের টাইপোগ্রাফি, ফটো, হাই ডেনসিটি পিগমেন্ট প্রিন্টেড ও এমব্রয়ডারিড এসব আরামদায়ক টি-শার্ট পাওয়া যাবে বিভিন্ন রং ও নকশায়। শার্টের ক্ষেত্রে ফাইন কটন, কটন ব্লেন্ডেড, সাটিন ও ফেন্সি ফেব্রিকের স্লিম ও রেগুলার ফিটেড শার্ট পাওয়া যাচ্ছে ডিপ ডাই, অলওভার প্রিন্টেড, সলিডসহ বিভিন্ন রকমের ডিজাইন। এ ছাড়া ঈদের পর অফিসে ব্যবহারের জন্য উন্নত মানের মার্সেরাইজড কটন, জ্যাকার্ড ও কটন মোডাল পোলোসহ আছে অফিশিয়াল হিউমার, ইন্সপিরেশন ও মোটিভেশনাল কোটস সংবলিত দারুণ সব টি-শার্ট।

খেলাধুলা ও প্রো-অ্যাকটিভ লাইফস্টাইলধারীদের জন্য লা রিভ এথলেইজার কালেকশন সবসময়ই ভোক্তাদের প্রিয় তালিকার অংশ। স্বাস্থ্যসচেতনদের জন্য ডিজিটাল প্রিন্ট, টিপিং কলার, বাটন ও জিপার প্ল্যাকেটসমৃদ্ধ ড্রাই-ফিট পোলো ও ট্রাউজার ছাড়াও বটমের ক্ষেত্রে ইউনিফর্ম লুক, এনজাইম সফটেনার ওয়াশ, ভিনটেজ ওয়াশ, হুইস্কার, এসিড ওয়াশ, ব্লিচ, হেভি এনজাইম ও পাইপিং ডিটেইলসসমৃদ্ধ ডেনিম, চিনোজসহ থাকছে বারমুডা ও বাইকার ডেনিম।

গরমে আরামে শিশুর ঈদ

এবারের ঈদ পুরোপুরি গরমে বলে ঈদ আয়োজনে শিশুদের পোশাক পরিকল্পনায় আরামের বিষয়টিকে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছে লা রিভ। এরই অংশ হিসেবে কটন ও কটন ব্লেন্ডেড কাপড় ব্যবহার করা হয়েছে বেশি।

বিভিন্ন প্রাকৃতিক অনুষঙ্গ যেমন সম ও বিসম পাতার আকৃতি, বৃষ্টির পানির ফোঁটা, ফুল ইত্যাদি মোটিফে নকশা করা হয়েছে শিশুদের পোশাক। শুধু ঈদ নয়, ঈদের পর বিয়েসহ বিভিন্ন রকম অনুষ্ঠানের কথা চিন্তা করেও শিশুদের কিছু পোশাকের নকশা করা হয়েছে। শূন্য থেকে ১৮ মাসের নবজাতক ও শিশুদের আরামদায়ক পোশাকের পাশাপাশি দুই থেকে ১১ বছর বয়সী শিশুদের পোশাকে রং বাছাইয়ের ক্ষেত্রে প্রাধান্য পেয়েছে উৎসবের ছোঁয়া।

মেয়ে শিশুদের পার্টি ফ্রকের জন্য রাখা হয়েছে সার্কুলার ফ্লেয়ার ও র‍্যাপ প্যাটার্ন। পার্টি ফ্রকে ফেয়ারি টেল প্রিন্সেস টাচ দিতে ফ্লোরাল টোন যোগ করার পাশাপাশি স্লিভের ক্ষেত্রেও শর্ট স্লিভে আনা হয়েছে দারুণ বৈচিত্র্য। এ ছাড়া মেয়ে শিশুদের নিয়মিত পোশাকের মাঝে আছে কটন, সাটিন, সলিড ও টেক্সচার্ড থ্রিডি ফ্লাওয়ার এম্বেলিশমেন্ট টিস্যু, ব্লেন্ডেড সিল্ক, জর্জেট ও ভিসকজ কাপড়ে তৈরি ফ্লেয়ার্ড, গ্যাদার্ড, সার্কুলার, এ-লাইন, গোর প্যাটার্ন, প্রিন্সেস লাইন, বক্স ও ইনভার্টেড প্লিট, ফ্রিল, র‍্যাপ ও হ্যাঙ্কারচিফ প্যাটার্নের ফ্রক, কাতানসহ বিভিন্ন আরামদায়ক কাপড়ের সালোয়ার-কামিজ, টিউনিক, ঘাঘরা-চোলি, ওভেন সেট, লেগিংস, পালাজ্জো, কুলটস ইত্যাদি।

ছেলে শিশুদের ঈদ পোশাকে ভিন্নতা আনতে কটন, টেক্সচার্ড ভিসকজ ও ডেনিম কাপড়ে তৈরি ফুল ও হাফ হাতা শার্ট, কাট এন সিউ, অন ফোল্ড, কনট্রাস্ট ওয়েইস্ট ব্যান্ড ও বৈচিত্র্যমণ্ডিত পকেট ডিটেইলিংসমৃদ্ধ বটমস, সুদৃশ্য কাতান ও অন্যান্য আরামদায়ক কাপড়ে তৈরি বাহারি পাঞ্জাবি, কটি, পোলো, টি-শার্ট ইত্যাদি যোগ করা হয়েছে।

পোশাকে স্বপ্নের প্রতিফলন ঘটাতে ২০০৯ সালে যাত্রা শুরু করে লা রিভ। বর্তমানে মোহাম্মদপুরের আদাবর থানা সংলগ্ন হীরা টাওয়ার, বাসাবো আগমন সিনেমা কমপ্লেক্সের মেগা স্টোর, বনশ্রী, ধানমণ্ডি, মিরপুর ১, মিরপুর ১২, উত্তরা, ওয়ারী, বেইলি রোড, যমুনা ফিউচার পার্ক, বসুন্ধরা সিটি ও পুলিশ প্লাজাসহ নারায়ণগঞ্জ, খুলনা ও সিলেটে  লা রিভের নিজস্ব আউটলেট রয়েছে। এ ছাড়া www.lerevecraze.com থেকে ঘরে বসেই বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে লা রিভ পণ্য কিনতে পারেন সম্মানিত ক্রেতারা।