গরমে ঈদ : কেমন হবে শিশুর পোশাক?

Looks like you've blocked notifications!
ঈদে শিশুদের পোশাক হওয়া চাই আরামদায়ক। ছবি : মঞ্জুরুল আলম

এবার ঈদ পড়েছে গরমকালে। যদিও কয়েকদিন ধরে বৃষ্টি একটু স্বস্তির আমেজ দিচ্ছে মানুষকে। এমন আবহাওয়ায় শিশুর ঈদের পোশাক হওয়া চাই আরামদায়ক।

আর এ বিষয়টি মাথায় রেখেই ফ্যাশন হাউজগুলো এবার ঈদে শিশুদের পোশাক তৈরি করেছে। পোশাকগুলো সাধারণত তৈরি হয়েছে সুতি, সিল্ক, হাফসিল্ক কাপড়ের মধ্যে। এবার ঈদে শিশুদের জন্য কেমন ধরনের পোশাক এসেছে, পোশাকের নকশা কী রকম, এসব বিষয়ে কথা হয়‘বিশ্বরঙ’-এর ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহার সঙ্গে। তিনি বলেন, ‘আসলে ঈদের সময় সবাই শিশুদের পোশাক নিয়ে চিন্তিত থাকে। যে ধরনের পোশাক শিশুর জন্য আরামদায়ক হয়, সে ধরনের পোশাকই সাধারণত বাবা-মা কিনতে চায়। আর সেটাই দরকার। এবার ছেলে শিশুদের জন্য রয়েছে শার্ট, ফুতুয়া, পাঞ্জাবি। কাপড়গুলো নির্বাচন করা হয়েছে সুতি ও সিল্কের মধ্যে।’

আর মেয়েদের জন্য শাড়ি, সালোয়ার কামিজ, ফ্রক, কুর্তি, টপস রয়েছে জানিয়ে তিনি বলেন, ‘সুতির সঙ্গে মিক্স কাপড় নির্বাচন করা হয়েছে। পাশাপাশি লিলেন, হাফ সিল্কের কাপড়ও রয়েছে।

ঈদে শিশুদের পোশাক কেমন হওয়া প্রয়োজন, এ নিয়ে কথা বলেন ‘দেশাল’-এর স্বত্বাধিকারী ও ডিজাইনার ইশরাত জাহান। তিনি বলেন, ‘শিশুদের জন্য এমন পোশাক নির্বাচন করা প্রয়োজন, যেটি আরামদায়ক হবে এবং শিশুরা পরে স্বস্তি পাবে। শিশুদের জন্য আমাদের রয়েছে কুর্তি, টপস, ফতুয়া, ফ্রক। ছেলে বাচ্চাদের জন্য বিভিন্ন ডিজাইনের পাঞ্জাবি থাকছে, ব্লকের ছাপ দেওয়া। তবে মোটিভটা একটু অন্যরকম।’

পোশাকের নকশায় থাকছে বিভিন্ন ছবি জানিয়ে তিনি বলেন, ‘শিশুরা যেন ছবিগুলোর ভেতর নিজেদের কানেক্ট করতে পারে সে চেষ্টা করা হয়েছে। আমরা সবসময় সুতি কাপড়ের ভেতরই কাজ করি। এগুলো গরমে শিশুর জন্য আরামদায়ক হবে মনে করি।’