শিশুকে জীবাণুমুক্ত রাখার ৫ পরামর্শ

Looks like you've blocked notifications!
ঘরে বাতাস সঞ্চালনের ব্যবস্থা রাখুন। এটি শিশুর স্বাস্থ্যের জন্য উপকারী। ছবি : সংগৃহীত

শিশুকে সুস্থ রাখতে বাড়ি জীবাণুমুক্ত রাখা জরুরি। এমনিতেই শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে, তাই রোগ বাসা বাঁধে বেশি। তাই শিশুর বাড়ি অবশ্যই হওয়া চাই পরিষ্কার।

শিশুকে জীবাণুমুক্ত রাখার কিছু পরামর্শ জানিয়েছে জীবনধারাবিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাই।

১. যেকোনো কিছু পরিষ্কার রাখার জিনিসগুলো এবং বিভিন্ন ওষুধ শিশুর হাতের নাগালের বাইরে রাখুন।

ঘরের মেঝে, রান্নাঘর, বাথরুম, পরিষ্কার রাখুন জীবাণুনাশক দিয়ে। ছাদ, মেঝের ম্যাট পরিষ্কার রাখুন। পাশাপাশি বেসিন, সিঙ্ক, দরজা-জানালার হাতলও পরিষ্কার করুন।

২. ঘরের ভেতরে জুতা রাখলে  ঘরে প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া ও জীবাণু প্রবেশ করতে পারে। ঘরে অতিথি এলে তাদের জুতা বাইরে রাখতে অনুরোধ করুন।

৩. ঘরে বাতাস সঞ্চালনের ব্যবস্থা রাখুন। এটি শিশুর স্বাস্থ্যের জন্য উপকারী।

৪. রান্নাঘর ভালোভাবে পরিষ্কার করুন। রান্নাঘরে ময়লা-আবর্জনা পড়ে থাকলে মাছির উপদ্রব বাড়ে। আর এতে রোগ ছড়ায়।

৫. বাড়ির মধ্যে সবচেয়ে জীবাণুমুক্ত জায়গা হলো বাথরুম। এটি পরিষ্কার রাখা জরুরি।