পূজায় থাকছে থিমভিত্তিক পোশাক

Looks like you've blocked notifications!
মডেল : এশা। ছবি : মঞ্জুরুল আলম

পূজার ঘণ্টা বেজেছে। মহালয়া হয়ে গেছে। দেবী আসছেন এবার নৌকায় চড়ে। ষষ্ঠী শুরু হয়ে যাবে আর দুদিন বাদেই।

পূজাকে ঘিরে বিভিন্ন ফ্যাশন হাউস এনেছে বর্ণিল পোশাকের সম্ভার। এবার ফ্যাশন হাউসগুলো কাজ করেছে দেবী দুর্গার ‘থিম’ বা ‘মোটিভ’ ধরে। থিমে থাকছে ত্রিনয়নী দেবী, ত্রিশূল বা দেবী দুর্গার অলংকার। 

পূজার পোশাকের ধরনের বিষয়ে কথা হয় ‘রঙ বাংলাদেশ’-এর কর্ণধার সৌমিক দাসের সঙ্গে। তিনি বলেন, ‘যেকোনো উৎসবের পোশাক তৈরিতে আমাদের থিম থাকে। থিম ধরে কাজ করি। কাজ শুরু করি প্রায় এক বছর আগে থেকে। এবারের দুর্গাপূজায় আমাদের থিম চারটি—সন্দেশ, কলমকারি শিল্প, দেবী দুর্গার অলংকার, মঞ্চের টেলিগ্রেশন। এ চারটি থিম নিয়ে কাজ করছি। পাঞ্জাবি, ফতুয়া, টি-শার্ট থেকে শুরু করে মগ—সবকিছুতেই এসবের ছোঁয়া। এ ছাড়া যুগল পোশাক তৈরি করা হয়েছে। পুরো পরিবারের জন্য করা হয়েছে প্যাকেজ পোশাক।’

কী ধরনের কাপড় ব্যবহার করা হয়েছে এসব পোশাকে—জানতে চাইলে তিনি বলেন, ‘যেহেতু শরৎ চলছে, তাই মূলত সুতি, তাঁতের কাপড়, লিলেন ও ফাইন কটন ব্যবহার করা হয়েছে। গর্জিয়াস পোশাকের কাপড় নির্বাচনের জন্য ধুপিয়ান, অ্যান্ডি কটন ব্যবহার করা হয়েছে।’

পূজার পোশাকের এবারের ধরনের বিষয়ে কথা বলেছেন ‘দেশাল’-এর স্বত্বাধিকারী ইশরাত জাহান। তিনি বলেন, ‘এবারের পোশাকে মোটিভ ব্যবহার করা হয়েছে। কামিজের দৈর্ঘ্য ছোট করে ঝুল বা ঘাগড়া সালোয়ার আনা হয়েছে। রঙের ক্ষেত্রে হালকা আকাশি রং ব্যবহার করেছি আমরা; সঙ্গে শিউলি ফুলের কম্বিনেশন।’

পোশাকে বিভিন্ন রকমের দেবীর মোটিভ ব্যবহার করেছেন জানিয়ে তিনি বলেন, ‘পোশাক বা শাড়ির আঁচলে ত্রিনয়নী। তিনটি চোখ, একটি ত্রিশূল, আবার কোথাও শুধু ত্রিনয়ন। পাঞ্জাবি, কুর্তা, কামিজেও এ ধরনের দৃশ্যপট ব্যবহার করা হয়েছে। ছোটদের জন্য দেবী মোটিভ রয়েছে। বাচ্চাদের জন্য দুর্গা রুদ্রমূর্তি নিয়ে আসেনি। দেবীকে মিষ্টি করে উপস্থাপন করা হয়েছে। দেবীর যে চার ছেলেমেয়ে, বাচ্চাদের জন্য ছোট ছোট করে এই মোটিভগুলো এসেছে। ছেলেদের পাঞ্জাবির মোটিভ থাকছে ত্রিশূল, ওঁম।’

রঙের ক্ষেত্রে লাল মেরুন, নীল, অফ হোয়াইট বেছে নেওয়া হয়েছে বলে জানান তিনি।