সঠিক নিয়ম মেনে কন্ডিশনার ব্যবহার করছেন তো?

Looks like you've blocked notifications!
কন্ডিশনার দেওয়ার সময় চুলের সবচেয়ে ক্ষতিগ্রস্ত অংশে বেশি করে লাগান। ছবি : সংগৃহীত

কন্ডিশনার চুলকে নরম করে এবং সুরক্ষা দেয়। এটি কিউটিকলকে বন্ধ করে দেয়। এতে চুল তাপ থেকে সুরক্ষা পায়।

তবে কন্ডিশনার ব্যবহারেরও কিছু নিয়ম রয়েছে। ভুলভাবে কন্ডিশনার ব্যবহারে চুলের তেমন কোনো উপকার তো হয়ই না বরং ক্ষতির কারণ হয় এটি। কন্ডিশনার ব্যবহারের সঠিক নিয়ম জানিয়েছে এডোরোবেল বিউটি। 

১. প্রথমে চুলের ধরন অনুযায়ী ভালো একটি কন্ডিশনার নির্বাচন করুন। কন্ডিশনার ব্যবহারের আগে চুলে শ্যাম্পু করে নিন।

২. কন্ডিশনার ব্যবহারের আগে চুলের পানি কিছুটা ঝড়িয়ে নিন।

৩. চুলের ধরন ও দৈর্ঘ্য অনুযায়ী কন্ডিশনার ব্যবহার করুন।

৪. কন্ডিশনার দেওয়ার সময় চুলের সবচেয়ে ক্ষতিগ্রস্ত অংশে বেশি করে লাগান।

৫. সাধারণত চুলের গোড়ায় ব্যবহার করতে নিষেধ করেন বিশেষজ্ঞরা।

৬. কন্ডিশনার লাগানোর পর কয়েক মিনিট অপেক্ষা করুন। এরপর ধুয়ে ফেলুন। তবে ডিপ কন্ডিশনিং করার ক্ষেত্রে একটু বেশি সময় রাখুন।

৭. এবার ভালোভাবে চুল ধুয়ে ফেলুন।