মুখে লাগাবেন না ৩ পণ্য

Looks like you've blocked notifications!
মুখে বডি লোশন ব্যবহার করতে নিষেধ করেন বিশেষজ্ঞরা। ছবি : সংগৃহীত

হরেক রকম সৌন্দর্য পণ্য দিয়ে বাজার ছেয়ে রয়েছে। এর মধ্যে কোনটি, কোথায় ব্যবহার করা ঠিক, আর কোনটি ঠিক নয়, এ নিয়ে রয়েছে বিস্তর দ্বন্দ্ব। তবে কিছু পণ্য রয়েছে যেগুলো একদমই মুখে ব্যবহার করতে নিষেধ করেন বিশেষজ্ঞরা।

মুখে লাগানো ঠিক নয় এমন কিছু পণ্যের কথা জানিয়েছে জীবনধারা বিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাই।

১. সাবান

মুখ সবসময় ফেসওয়াস দিয়ে ধোয়ার চেষ্টা করুন। এই কথা নিশ্চয়ই আগেও আপনি অনেকবার শুনেছেন। আসলে এ কথা বলার পেছনে কারণ রয়েছে। সাবানের মধ্যে পিএইচের মাত্রা বেশি থাকে। আর এ কারণে এটি ত্বককে খসখসে করে তোলে, ত্বক শুষ্ক হয়ে পড়ে।

২. বডি লোশন

অনেকেই বডি লোশন মুখে ব্যবহার করেন। এটি ভুল। বডি লোশন একটু পুরো এবং কিছুটা প্রখর রাসায়নিক দিয়ে তৈরি। এটি মুখের লোমকূপ বন্ধ করে দেয় এবং মুখের ত্বকের ক্ষতি করে।

৩. ডিওড্রেন্ট

ঘাম থেকে আসা বাজে গন্ধ কেউ পেতে চায় না। সুন্দর গন্ধ পাওয়ার জন্য অনেকেই মুখসহ শরীরের বিভিন্ন অঙ্গে ডিওড্রেন্ট ব্যবহার করেন। তবে এটি মুখের লোমকূপকে বন্ধ করে দেয়। আর এতে ব্রণসহ বিভিন্ন সমস্যা হয়। আর এ জন্য মুখে কখনোই ডিওড্রেন্ট ব্যবহার ঠিক নয় বলে পরামর্শ বিশেষজ্ঞদের।