আঙ্গুলের আংটির দাগ দূর করবেন কীভাবে?

Looks like you've blocked notifications!
ঘরোয়া উপায়েই আংটির দাগ দূর করুন। ছবি : সংগৃহীত

অনেকদিন ধরে আংটি পরে থাকার কারণে আঙ্গুলে সাদা দাগ হয়ে যায়। এর ফলে দাগ ঢাকতে সবসময়ই হাতে আংটি পরে থাকতে হয়। আংটির অনুপাতে আপনার আঙ্গুল যদি মোটা হয় তাহলে সহজেই এই দাগ পড়ে যায়। ঘরোয়া উপায়ে কীভাবে এই আংটির দাগ দূর করবেন সে সম্বন্ধে কিছু পরামর্শ দেওয়া হয়েছে বোল্ডস্কাই ওয়েবসাইটের লাইফস্টাইল বিভাগে।

  • সপ্তাহে অন্তত দুইদিন স্ক্রাবার দিয়ে হাতের আঙ্গুল ১০ মিনিট ম্যাসাজ করুন। এতে আংটি যে আঙ্গুলে পরেন সেখানকার মরা কোষ দূর হবে। যার ফলে আঙ্গুলে আর দাগ পড়বে না।
     
  • প্রতিদিন সামান্য পরিমাণে সানস্ক্রিন হাতে লাগিয়ে বাইরে যান। এর ফলে আঙ্গুলে দাগ পড়ার আশঙ্কা থাকবে না।
     
  • এক চা চামচ লেবুর রসের সঙ্গে এক টেবিল চামচ মধু মিশিয়ে আঙ্গুলের দাগের জায়গায় লাগিয়ে ১৫ মিনিট অপেক্ষা করুন। এবার পানি দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে অন্তত তিনদিন এই প্যাক ব্যবহার করুন। এতে দাগ অনেক দ্রুত দূর হয়ে যাবে।
     
  • দিনে অন্তত তিনবার সামান্য অ্যালোভেরার রস দিয়ে হাতের আঙ্গুল ম্যাসাজ করুন। দেখবেন, এক সপ্তাহের মধ্যেই আঙ্গুলের দাগ দূর হয়ে যাবে।
     
  • আংটি এক আঙ্গুলে না পরে অন্য আঙ্গুলেও পরুন। এভাবে ঘুরিয়ে আংটি পরলে আঙ্গুলে দাগ পড়বে না।
     
  • প্রতি মাসে অন্তত দুইবার মেনিকিওর করুন। এতে আর দাগ পড়ার আশঙ্কা থাকবে না।