চোখের পাতার ভাজ দূর করুন ২ মিনিটে!

Looks like you've blocked notifications!
ঘরোয়া উপায়েই চোখের পাতার ভাজ দূর করুন। ছবি : সংগৃহীত

অপর্যাপ্ত ঘুম, দুশ্চিন্তা এবং বয়সের কারণে মানুষের চোখের পাতার ওপর ভাজ পড়ে। এর ফলে অনেক বয়স্ক মনে হয়। মেকআপ করলেও ভাজ ঠিকই থেকে যায়। তবে আর চিন্তা নেই। ঘরোয়া উপায়ে খুব সহজেই চোখের পাতার এই ভাজ দূর করা সম্ভব।

কীভাবে চোখের পাতার ভাজ মাত্র দুই মিনিটে দূর করবেন সে সম্বন্ধে কিছু পরামর্শ দেওয়া হয়েছে বোল্ডস্কাই ওয়েবসাইটের লাইফস্টাইল বিভাগে।

যা যা লাগবে
একটি ডিম ও তুলার বল।

কীভাবে করবেন
প্রথমে মুখ ভালো করে ধুয়ে নিন। মেকআপ থাকলে ভালোভাবে পরিষ্কার করে নিন। ডিমের সাদা অংশ একটি তুলার বলে ভিজিয়ে চোখের পাতা বন্ধ করে চারপাশে হালকাভাবে ম্যাসাজ করুন। দুই চোখেই একইভাবে ম্যাসাজ করুন। কিছুক্ষণ চোখ বন্ধ করে রাখুন। শুকিয়ে গেলে চোখ ভালো করে ধুয়ে ফেলুন। দেখবেন, চোখের পাতা টানটান হয়ে যাবে। কোনো অনুষ্ঠানে যাওয়ার আগে এই পদ্ধতিতে এক নিমিষেই চোখের পাতার ভাজ দূর করতে পারেন। আর পুরোপুরি দূর করতে নিয়মিত এভাবে ডিমের সাদা অংশ দিয়ে ম্যাসাজ করুন। যতক্ষণ না চোখের পাতার ভাজ দূর হয়।