মেয়েরা যা ভাবে, কিন্তু বলে না!

Looks like you've blocked notifications!
কিছু কথা মেয়েরা ভাবলেও বলে না। ছবি : সংগৃহীত

মনে মনে কিছু ভাবা বা চিন্তা করা প্রত্যেক মানুষেরই স্বভাব। তবে মেয়েরা বোধ হয় একটু বেশিই ভাবে! তার ভাবনার মধ্যে এমন অনেক কথাই আছে, যেগুলো নিয়ে প্রচুর মাথা ঘামালেও ঘুণাক্ষরেও প্রকাশ করবে না তারা। কেন এই লুকোচুরি, সে প্রশ্নের উত্তর কেউই জানে না—হয়তো তারাও না।

কোন কথাগুলো মেয়েরা সব সময় ভাবে, কিন্তু বলে না—এর একটি তালিকা প্রকাশ করা হয়েছে আইডিভা ওয়েবসাইটের জীবনধারা বিভাগে।

১. তুমি এত বাজে পোশাক পরো কেন? রং ভালো লাগে না, ফিটিংসটাও বাজে!

২. আমি তোমার মা-বোনের পক্ষে কোনো কথা বলতে চাই না।

৩. তুমি আসলে ততটা হাস্যকর স্বভাবের মানুষ না, যতটা তুমি প্রকাশ করো।

৪. আমার মনে হয়, তোমার একটু বিউটি সেলুনে যাওয়া প্রয়োজন। তোমার পায়ের অবস্থা কী দেখেছ?

৫. মাঝেমধ্যে তুমি খুবই বিরক্তিকর!

৬. আমাকে কিছুক্ষণের জন্য একা থাকতে দাও। এটা আমাদের দুজনেরই জন্য ভালো।

৭. তোমার পছন্দ এত খারাপ কেন? কীসব উপহার দাও আমাকে?

৮. তোমাকে সান্ত্বনা দিতে মাঝেমধ্যে আমাকে অনেক মিথ্যাও বলতে হয়!

৯. তুমি মাঝেমধ্যে আমাকে কীসব নামে ডাকো? খুবই বিরক্তিকর!

১০. তোমার বন্ধুরা আসলেই সুদর্শন!