যামিনী রায়ের অঙ্কনশৈলী নিয়ে ‘রঙ বাংলাদেশ’-এর বৈশাখ সংগ্রহ

Looks like you've blocked notifications!
‘রঙ বাংলাদেশ’ এর বৈশাখের আয়োজন। ছবি : রঙ বাংলাদেশ

বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ কড়া নাড়ছে দরজায়। পোশাকে বৈশাখ উদযাপনের প্রস্তুতি সম্পন্ন করেছে ‘রঙ বাংলাদেশ’। গতকাল ১৯ মার্চ (শনিবার)  দুপুর ১২টায় ধানমণ্ডির বাংলাদেশ ইনস্টিটিউট অব ল অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স (বিলিয়া) অডিটরিয়ামে বৈশাখ সংগ্রহ উপস্থাপন ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভার আয়োজন করেছিল ‘রঙ বাংলাদেশ’।

অনুষ্ঠানের শুরুতে বিশিষ্ট বাচিকশিল্পী হাসান আরিফ ‘রঙ বাংলাদেশ’-এর এবারের বৈশাখ সংগ্রহ এবং অন্যান্য বিষয়ে আলোকপাত করেন। এরপর ‘রঙ বাংলাদেশ’-এর কর্ণধার সৌমিক দাস সাংবাদিকদের সামনে বিস্তারিত আলোচনা করেন।

এবারের বৈশাখ সংগ্রহের থিম বিশিষ্ট বাঙালি চিত্রকর যামিনী রায়ের অঙ্কনশৈলী। সংগ্রহ সম্পর্কে সাংবাদিকদের জানান ‘রঙ বাংলাদেশ’-এর ডিজাইনার মোহাম্মদ ফয়সাল।

এরপর বৈশাখ সংগ্রহ নিয়ে অডিওভিজুয়াল প্রেজেন্টেশনে দেওয়া হয়। এই সংগ্রহ এবং ‘রঙ বাংলাদেশ’-এর  বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকরা মতবিনিময় করেন। সবশেষে ছিল এবারের বৈশাখ সংগ্রহের লাইভ উপস্থাপনা। প্রতিষ্ঠিত মডেলদের উপস্থাপনায় দেখানো হয় পোশাকগুলো।