প্রাকৃতিক উপায়ে ত্বকের পোড়া দাগ দূর
গরম এলেই সবাই ত্বকের পোড়া দাগ সমস্যায় ভোগেন। রোদে বাইরে বেশি ঘোরাঘুরি করলে ত্বক পুড়ে যায়। পোড়া ত্বক নিয়ে অনেকে দুশ্চিন্তায় পড়েন। তবে ঘরোয়া উপায়ে নিয়মিত পরিচর্যায় এ সমস্যার সমাধান সম্ভব। ভরতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ায় প্রাকৃতিক উপায়ে কীভাবে ত্বকের পোড়া ভাব দূর করবেন তার কিছু দিক তুলে ধরা হয়েছে। চলুন, একনজরে দেখে নিই কোন উপায়ে ত্বকের পোড়া দাগ দূর করবেন :
শসার রস, গোলাপজল ও লেবুর রস
লেবুর রস ত্বকে প্রাকৃতিক ব্লিচের কাজ করে এবং শসা ও গোলাপজলে রয়েছে শীতল অনুভূতি। একটি বাটিতে এক টেবিল চামচ শসার রস, এক টেবিল চামচ গোলাপজল ও এক টেবিল চামচ লেবুর রস একসঙ্গে মিশিয়ে তুলায় করে পুরো মুখে, হাত ও পায়ে লাগান। ১০ মিনিট পর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এই প্যাকটি প্রতিদিন বাসায় ফিরে ব্যবহার করুন। এতে মুখের পোড়া দাগ আর ফিরে আসবে না।
মসুর ডাল, শসার রস ও ডিমের সাদা অংশ
মসুরের ডাল বাটা, শসার রস ও ডিমের সাদা অংশ একসাথে মিশিয়ে প্যাক তৈরি করে ত্বকে লাগান। ১০ থেকে ১৫ মিনিট পর হালকা ঘষে পানি দিয়ে ধুয়ে ফেলুন। এতে ত্বকের কালো দাগ দূর হবে।
ময়দা ও হলুদ গুঁড়া
দুই টেবিল চামচ ময়দার সঙ্গে সামান্য হলুদ গুঁড়া, এক টেবিল চামচ দুধ, এক টেবিল চামচ কমলার খোসা বাটা নিয়ে একটি বাটিতে ঠান্ডা গোলাপজলের সাথে ভালো করে মিশিয়ে নিন। এবার মুখ, হাত-পায়ে লাগিয়ে ১৫ থেকে ২০ মিনিট রাখুন। এরপর পানি দিয়ে ভিজিয়ে হালকা ঘষে ধুয়ে ফেলুন। এই প্যাকটি খুব দ্রুত ত্বকের পোড়া দাগ দূর করে।
ওটমিল ও বাটার মিল্ক
বাটার মিল্ক ত্বককে নরম ও মসৃণ করে এবং ওটমিল ত্বকে প্রাকৃতিক স্ক্রাবের কাজ করে। একটি বাটিতে দুই টেবিল চামচ ওটমিল ও তিন-চার চামচ বাটার মিল্ক একসাথে মিশিয়ে ত্বকে লাগান। ১৫ থেকে ২০ মিনিট পর হালকা ঘষে পানি দিয়ে ধুয়ে ফেলুন।
দুধ ও স্ট্রবেরি
এই প্যাকটি শুধু ত্বকের পোড়া দাগ দূর করে না, এটি ত্বকের ছোপ ছোপ সাদা দাগ ও ব্রণ দূর করে। চার-পাঁচটি স্ট্রবেরি পেস্ট করে এর সাথে দুই টেবিল চামচ দুধ মিশিয়ে ত্বকে লাগান। ২০ থেকে ৩০ মিনিট পর পানি দিয়ে ধুয়ে ফেলুন।