আইব্রোর শেপ বদলাতে মেকআপ
চোখ সাজাতে কে না ভালোবাসে? কিন্তু আমরা মনে করি চোখের মেকআপ মানেই কাজল টেনে চোখ আঁকা, গাঢ় করে মাশকারা দেওয়া আর রঙ-বেরঙের আইশ্যাডো ব্যবহার করা। অথচ আমরা আইব্রোর কথা ভুলেই যাই। মনে রাখবেন, আইব্রোর শেপ সুন্দর করে না আঁকলে চোখের মেকআপ পরিপূর্ণ হয় না।
অনেকেরই আইব্রো অনেক পাতলা থাকে। আবার চিকনও হয়। এ ক্ষেত্রে একটু মেকআপের কারুকার্যই বদলে দিতে পারে আপনার আইব্রোর শেপ। ভারতীয় দৈনিক টাইমস অব ইন্ডিয়ার অনলাইন সংস্করণে মেকআপের সাহায্যে আইব্রো শেপ পরিবর্তন করার কিছু পরামর্শ দেওয়া হয়েছে। এক নজরে জেনে নিন মেকআপ দিয়ে কীভাবে আইব্রো শেপ করবেন:
- প্রথমে আইব্রোর কতটুকু বড় করতে চান সে পর্যন্ত চিহ্ন দিয়ে নিন। তবে চোখ ছোট হলে খুব বেশি লম্বা আইব্রো না আঁকাই ভালো। অবশ্যই কপালের দিকে নাকের শেষ অংশ থেকে আইব্রো আঁকার চেষ্টা করবেন। দেখতে ভালো লাগবে।
- চোখের শেষ প্রান্ত থেকে পেন্সিল দিয়ে আইব্রো শেপ আঁকুন। দুটো চোখেই সমান লাইনের আইব্রো আঁকুন।
- যদি আপনি সঠিকভাবে আইব্রো আঁকতে না পারেন তাহলে বাজারের অনেক শেপের আইব্রোর ছাঁচ কিনতে পাওয়া যায়। চোখের ওপর এক লাইনে কাগজটি বসিয়ে সেই মাপ অনুযায়ী আইপেন্সিল দিয়ে এঁকে নিন। এতে আপনার আইব্রো বড় শেপের হবে এবং দুটো আইব্রোই সমান শেপের হবে।
- কালো এবং বাদামি রঙের আইশ্যাডোও ব্যবহার করতে পারেন আইব্রোতে। চিকন ব্রাশ দিয়ে আইব্রো শেপ করে নিতে পারেন। এতে স্বাভাবিক লুক বজায় থাকবে এবং মানাবেও বেশ।
- ভালো মানের আইপেন্সিল ব্যবহার করুন এবং খুব বেশি জোর দিয়ে আঁকবেন না। হালকাভাবে সুন্দর করে আইব্রো এঁকে নিন। সবশেষে মাশকারা দিয়ে হালকাভাবে এঁকে নিন। এতে সারাদিন আইব্রোর মেকআপ স্থায়ী হবে।