বিজয় দিবসে ‘বিশ্বরঙ’-এর আয়োজন

Looks like you've blocked notifications!

ফ্যাশন হাউজ ‘বিশ্বরঙ’-এর ফ্যাশনের মূল ভাবনা গড়ে উঠেছে দেশীয় আত্মপরিচয়কে ঘিরে। তাই ‘বিশ্বরঙ’ দায়িত্বের পাশাপাশি মূল্যবোধ থেকেই বিজয় দিবসের বিশেষ আয়োজন করে থাকে। দেশীয় রং, দেশীয় কাপড় ‘বিশ্বরঙ’ -এর আয়োজনের মূল উপাদান। লাল-সবুজ এ দেশের পতাকার রং, বাংলাদেশের বিজয়ের প্রতীক। বিজয়ের এই ডিসেম্বর মাসজুড়ে তাই মূলত লাল সবুজকে নিয়েই ‘বিশ্বরঙ’-এর যত আয়োজন।

শীতের আগমনে ‘বিশ্বরঙ’ বিজয় দিবসে এনেছে ভিন্নতা। পোশাকগুলোতে অনেকক্ষেত্রে ব্যবহার করা হয়েছে মোটা সুতি ও খাদি কাপড়। ‘বিশ্বরঙ’-এর শাড়ি, থ্রিপিস, পাঞ্জাবি, ছেলেমেয়েদের কুর্তা, টি-শার্ট, মগ ইত্যাদিতে তুলে ধরা হয়েছে ১৬ ডিসেম্বর, বাংলাদেশ সংবলিত নানা লেখা।

লাল-সবুজ রঙের মাধ্যমে দেশীয় ভাবনার পাশাপাশি দেশীয় সংস্কৃতির বিভিন্ন উপাদান এসেছে ডিজাইনের অনুষঙ্গ হিসেবে। কাজের মাধ্যম হিসেবে এসেছে টাই-ডাই, ব্লক, বাটিক, এপলিক, কাটওর্য়াক, স্ক্রিন প্রিন্ট ইত্যাদি।

‘বিশ্বরঙ’-এর এই লাল-সবুজ আয়োজন শুধু বিজয়ের মাসেই নয় বরং সারা বছরই হতে পারে ফ্যাশন সচেতনের ফ্যাশন ভাবনা, দেশপ্রেমী মনের পরিচয়। এসব সামগ্রী পাওয়া যাবে ‘বিশ্বরঙ’-এর সব শোরুমেই।