৫ মিনিটে মেকআপের কৌশল শেখালেন অভিনেত্রী রাকুল 

অফিস যাবেন কিংবা অফিস শেষে পার্টি? হাতে সময় কম। দ্রুত সাজগোজ করবেন কীভাবে তা নিয়ে ভাবনা? বলিউড অভিনেত্রী রাকুল প্রীত সিং শেখালেন সেই কৌশল। সৌন্দর্য, ব্যক্তিত্বের পাশাপাশি ফিটনেসের জন্যও চর্চায় থাকেন অভিনেত্রী রাকুল প্রীত সিংহ। অভিনেত্রীর সৌন্দর্যের ভক্ত ও অনুরাগী কম নেই। রাকুল মাঝেমধ্যেই ইনস্টাগ্রামে তার ডায়েট, রূপচর্চার কৌশল অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিন। এবার তিনি শেখালেন মাত্র পাঁচ মিনিটে...