পোশাকের যে ৭ প্রিন্ট চিরকাল ট্রেন্ডি
সবার পছন্দ এক না। অনেকেই পোশাকের ক্ষেত্রে সলিড কালার বেছে নেন। আবার কেউ প্রিন্টেড। কিছু প্রিন্টেড কাপড় রয়েছে যেগুলো ফ্যাশন জগতে যুগ যুগ ধরে চলে আসছে। এর কারণ হল এসব রঙ বা প্রিন্ট তাৎক্ষণিকভাবে আকর্ষণ করে। এ সব প্রিন্ট চিরকালের জন্য ট্রেন্ড হিসাবে বিবেচিত হয়।
ফ্লোরাল প্রিন্ট
ফ্লোরাল প্রিন্ট ক্লাসিক এবং ঐতিহ্যবাহী। এ ধরণের প্রিন্ট আনুষ্ঠানিক বা নৈমিত্তিক পোশাকে আপনাকে একটি সুন্দর লুক দেবে। আপনাকে দেখাবে সব সময়ের জন্য স্টাইলিশ। ছোট, বড়, ভিন্টেজ নানা ডিজাইনে পাবেন এই প্রিন্ট। বিশেষ করে, আনুষ্ঠানিক পোশাকের জন্য ফ্লোরাল প্রিন্ট বেছে নিতে পারেন। এ ছাড়াও, স্কার্ফ বা হিলের মতো আনুষাঙ্গিকগুলোতেও এ ধরণের প্রিন্ট পাবেন।
স্ট্রাইপ প্রিন্ট
স্ট্রাইপ প্রিন্ট এক ধরণের জ্যামিতিক মুদ্রণ, যা ট্রেন্ডি। আনুষ্ঠানিক পোশাকের জন্য, স্ট্রাইপ প্রাইম প্রিন্ট হিসেবে বিবেচিত হয়। এ ছাড়াও,স্ট্রাইপযুক্ত ফর্মাল বা ক্যাজুয়াল শার্ট, স্কার্ট ,প্যান্ট তীক্ষ্ণ চেহারা যুক্ত করে। ভলিউম যুক্ত করার জন্য হরাইজন্টাল স্ট্রাইপ বেছে নিন। আবার ভার্টিকাল স্ট্রাইপগুলোতে আপনাকে রোগা দেখাতে সাহায্য করবে।
চেক প্রিন্ট
চেকের চেয়ে ক্লাসিক আর কিছুই নেই। চেক প্রিন্ট চিরকালের ট্রেন্ডে রয়েছে। ছোট চেক, মাঝারি এবং বিস্তৃত চেকের মতো পোশাকগুলো নির্বাচন করতে পারেন। একটি সুন্দর চেক শার্ট এবং জিন্স আপনাকে করে তুলবে আকর্ষণীয়।
পোলকা ডট
পোলকা ডট প্রিন্টগুলো রেট্রো ফ্যাশনের আওতায় পড়ে। যেকোনো অনুষ্ঠানে পোলকা ডট প্রিন্টের সাথে সলিড কালারের স্কার্ফ বা শার্ট বেছে নিন। এটি আপনাকে আধুনিক লুক দিবে। গোলাপি, লাল, সবুজ এবং অন্যান্য বোল্ড রঙের প্রিন্ট পোশাকের জন্য পোলকা ডট নির্বাচন করতে পারেন।
এনিমেল প্রিন্ট
এনিমেল প্রিন্ট গুলো চোখ ধাঁধানো হয়। টাইগার প্রিন্ট, চিতা প্রিন্ট, লেপার্ড প্রিন্ট, জেব্রা প্রিন্ট, সাপের চামড়া, জিরাফ, লেডিবার্ড এবং আরও অনেক কিছুর মতো জনপ্রিয় ধরণের প্রাণীর ছাপগুলো বেছে নিতে পারেন। এনিমেল প্রিন্টের টপ, শার্ট বা স্কার্ফ পড়ে নিন। এতে আপনাকে প্রাণবন্ত দেখাবে।
গ্রাফিক প্রিন্ট
গ্রাফিক প্রিন্টগুলো বেশ আধুনিক। এর মধ্যে রয়েছে কার্টুন মুদ্রণ, সংবাদপত্র মুদ্রণ, জ্যামিতিক মুদ্রণ, পপ-আর্ট মুদ্রণ, প্রকৃতি মুদ্রণ, জঙ্গল-অনুপ্রাণিত মুদ্রণ এবং আরও অনেক কিছু। ক্যাজুয়াল টি-শার্ট এবং টপগুলোর জন্য গ্রাফিক প্রিন্ট নির্বাচন করতে পারেন। এমনকি আপনি কাস্টমাইজ করেও বানাতে পারেন পোশাক।
টাই ডাই প্রিন্ট
টাই ডাই প্রিন্ট একটি অনন্য নকশা। এ ধরণের প্রিন্টকে শৈল্পিক এবং মনোমুগ্ধকর বলে মনে হয়। টাই-ডাই প্রিন্টের টপ, কুর্তি, টিউনিক বা আরামদায়ক প্যান্ট বেশ ফ্যাশনেবল। এমনকি স্কার্ফও বেছে নেওয়া যেতে পারে।
সূত্র- বোল্ডস্কাই