বাবা দিবস উদযাপন করুন চার উপায়ে

Looks like you've blocked notifications!
ছবি- ফ্রিপিক

পৃথিবীর সব ঝড়-ঝঞ্ছা থেকে আগলে রাখার আপ্রাণ চেষ্টা করেন যে মানুষটি, তিনি বাবা। আসলে বাবা বা মায়ের প্রতি ভালোবাসা এমন একটি বিষয়, যেটি  বলার জন্য কোনো বিশেষ দিনের প্রয়োজন হয় না। তবুও পালন করতে পারেন একটি দিন একেবারে বাবাকে উৎসর্গ করে। করতে পারেন তাঁর পছন্দের কিছু কাজ। বাবা দিবসকে উদযাপন করতে কিছু পরামর্শ জানিয়েছে জীবনধারাবিষয়ক ওয়েবসাইট ফেমিনা।

 ১. রান্না করুন তার পছন্দের খাবার

বাবা দিবসে বাবাকে রান্না করে খাওয়াতে পারেন তাঁর পছন্দের কোনো খাবার। স্যুপ থেকে ডেজার্ট পর্যন্ত যা তাঁর পছন্দ, রান্না করে খাওয়ান। এতে তিনি কিন্তু খুশিই হবেন।

 ২. বেড়াতে যান

পড়ালেখার চাপ, কাজের চাপ নিয়ে তো সব সময় ব্যস্তই থাকেন।  বাবা দিবসে বাবাকে নিয়ে ঘুরে আসুন দূরে কোথাও। তার সঙ্গে সময় কাটান। মনে খুলে কথা বলুন, তার কথা শুনুন।

 ৩. উপহার দিন ছবির ফ্রেম

আপনার সঙ্গে বাবার তোলা ছোটবেলার ছবিগুলো একত্রে করে ফ্রেমবন্দি করতে পারেন। আর সেই ছবির ফ্রেম উপহার দিতে পারেন বাবাকে। এটিও তাঁকে আনন্দ দেবে। এ ছাড়া উপহার হিসেবে দিতে পারেন ফুল, কার্ড, বই ইত্যাদি।

 ৪. ছবি দেখুন

বাবা দিবসে বাবাকে সঙ্গে নিয়ে দেখতে পারেন তাঁর পছন্দের কোনো অভিনেতা-অভিনেত্রীর ছবি। এই ছবি কিন্তু হতে হবে তাঁর যুগের। আর এটিও কিন্তু তাঁকে আনন্দ দেবে।