ঈদের ছুটিতে ঘুরতে যাচ্ছেন না? ঘরে বসে যা করবেন
এবার ২৯ জুন পবিত্র ঈদুল আযহা উদযাপিত হবে। ঈদ উপলক্ষ্যে ছুটিও প্রায় চলে এসেছে। তাই এই ছুটিতে যারা বাড়ি যাচ্ছেন না বা ঘুরতে যাচ্ছেন না, তারা ঘরে বসেই কিছু কাজ সম্পূর্ণ করতে পারেন। যার মাধ্যমে পরিবারের সাথে দিনটিকে আরও বিশেষ করে তুলতে পারবেন।
আগে থেকে পরিকল্পনা করুন
আপনি কীভাবে দিনটি উদযাপন করতে চান তা পরিবারের সাথে আগে থেকেই পরিকল্পনা করা ভাল। ঈদের দিনের জন্য মেনু পরিকল্পনা করুন। রান্নার দায়িত্ব ভাগাভাগি করে নিন। কোন উপায়ে দিনটিকে বিশেষ করে তোলা যায় তার পরিকল্পনা করুন। যাতে প্রত্যেকেই ভাল সময় কাটাতে পারে।
ঘর পরিষ্কার করুন
ঈদের আগে অন্যতম প্রধান কাজ হল ঘর ভালোভাবে পরিষ্কার করা। তারপর উৎসবের জন্য ঘর সাজানো। এ ব্যাপারে বাচ্চাদেরও উৎসাহিত করুন। তাদের সাহায্য নিন। এরপর আপনার পছন্দ মতো বাড়িটি সাজান।
উপহার বিনিময়
বিশেষ এই দিনে সবার সঙ্গে উপহার বিনিময় করুন। বাচ্চাদেরকে আকর্ষণীয় উপহার দিতে পারেন। পরিবারের অন্যান্য সদস্য-মা, বাবা, ভাই, বোনকেও উপহার দিয়ে চমকে দিতে পারেন।
বারবিকিউ
যেহেতু এই ঈদে মাংসই প্রধান আকর্ষণ। তাই বাড়ির ছাদে বা বারান্দায় বারবিকিউ-র ব্যবস্থা করতে পারেন। এ সময় মিউজিকের আয়োজন করুন। পরিবার এবং বন্ধুদের সাথে সুন্দর একটি সন্ধ্যা উপভোগ করুন।
আত্মীয়-স্বজনদের সাথে দেখা করুন
আপনার মতো আরও অনেক আত্নীয় হয়ত কোথাও যাননি। তাই তাদের বাড়িতে যেতে পারেন। যান্ত্রিক এই শহরে আমরা কারও সাথে দেখা করতেই ভুলে যাই। তাই এই ছুটিতে পরিবার ও বন্ধুদের সময় দিন। সবার সাথে শুভেচ্ছা এবং উপহার বিনিময় করুন।
সূত্র- হিন্দুস্তান টাইমস