ঘরে বসেই অনলাইনে ঈদের কেনাকাটা
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2023/06/26/online-shop.jpg)
ঈদুল আযহার আর মাত্র তিনদিন বাকি। আর পবিত্র ঈদুল আযহার (কোরবানি) ঈদকে সামনে রেখে ব্যস্ত সময় ক্রেতা ও বিক্রেতার।
যেহেতু কোরবানি ঈদ তাই রাজধানীর বিভিন্ন পশুরহাটে পশু কেনার তোরজোর অনেক বেড়ে গেছে। এর পাশাপাশি ঘর সাজানো থেকে শুরু করে ইলেক্ট্রনিক্স আসবাবপত্র বিশেষ করে রিফ্রেজারেটর বা ফ্রিজ কেনার প্রতিযোগিতা শুরু হয়। তবে নতুন পোশাক ছাড়া কিছুতেই ঈদের আনন্দ পরিপূর্ণ হয়না। কেমন যেন অপূর্ণতা রয়ে যায়। এজন্য ঈদে নতুন পোশাকে রাঙ্গানোর জন্য ব্যস্ত হয়ে পড়েছে সবাই। ঈদে কেনাকাটার সুযোগ করে দিচ্ছে অনলাইন মার্কেটপ্লেস।
তাই ঈদের কেনাকাটা করতে ঘরে বসেই ইন্টারনেটের মাধ্যমে ই-কমার্স সাইট, ফেসবুক শপ থেকে নানা পণ্য কিনছেন ক্রেতারা।
রাজধানীতে ভার্চুয়াল দুনিয়ায় বাহারি পণ্যের সমাহারে অনলাইনে কেনাকাটা আগের চেয়ে নতুন মাত্রা পেয়েছে। পোশাক থেকে গহনা, প্রসাধনী থেকে নিত্যপণ্য, টিভি, ফ্রিজ, মাইক্রোওয়েভ ওভেন, স্মার্টফোন, ল্যাপটপ, সবই এখন হাত বাড়ালেই অনলাইনে পাওয়া যাচ্ছে।
অনলাইন শপিংয়ের ক্ষেত্রে সোশাল নেটওয়ার্কিং সাইট ফেইসবুক দিন দিন জনপ্রিয়তা অর্জন করেছে। বিশেষ করে ফেসবুকের অনলাইন শপিংয়ের ফ্যান পেইজগুলো। ফেইসবুকে পেইজ তৈরি করে ক্ষুদ্র উদ্যোক্তারা তাতে দেশি বিদেশি নানান ধরনের পণ্য বিক্রি করছেন।