যে একটি উপাদান ব্রণের দাগ দূর করবে

Looks like you've blocked notifications!
ছবি- ফ্রিপিক

ব্রণ ত্বকের বিরক্তিকর সমস্যা। এটি চলে গেলেও দাগ থেকে যায়। এর জন্য কত রকমের চিকিৎসা করে অনেকেই। মুখে কত কিছু লাগায়। তারপরও যেতে চায় না। ব্রণের দাগ দূর করতে আপনি ঘরে থাকা একটি উপাদান ব্যবহার করতে পারেন। তা হল পেঁয়াজ। পেঁয়াজের রস, ব্রণের দাগ মুছে ফেলার জন্য বেশ কার্যকর।

পেঁয়াজের রসের ব্যবহার

পেঁয়াজের রস ব্রণের দাগ কমাতে সহায়তা করতে পারে। এর জন্য পেঁয়াজ থেকে রস বের করে নিন। এরপর একটি তুলার বল বা পরিষ্কার আঙুল দিয়ে ব্রণের দাগের উপর অল্প পরিমাণে পেঁয়াজের রস প্রয়োগ করুন। ১০-১৫ মিনিটের জন্য রেখে দিন। এরপর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। ভাল ফলাফল পেতে প্রতিদিন পেঁয়াজের রস ব্যবহার করুন।

পেঁয়াজের রস দিয়ে ফেসিয়াল মাস্ক

ব্রণের দাগ দূর করতে ফেসিয়াল মাস্ক খুবই কার্যকর। দুই টেবিল চামচ পেঁয়াজের রসের সঙ্গে এক টেবিল চামচ মধু মিশিয়ে নিন। মিশ্রণটি আপনার মুখে প্রয়োগ করুন।  এটি ২০-৩০ মিনিটের জন্য রেখে দিন। ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। ত্বক নিরাময় এবং ব্রণের দাগ কমাতে সপ্তাহে একবার বা দুইবার এই মাস্কটি ব্যবহার করুন।

পেঁয়াজের রস এবং লেবুর রস

পেঁয়াজের রস এবং লেবুর রস শক্তিশালী টোনার হিসেবে কাজ করে। এই টোনার বানাতে পেঁয়াজের রস এবং লেবুর রস সমান পরিমাণে মিশ্রিত করুন। একটি তুলার প্যাড ব্যবহার করে মিশ্রণটি আপনার মুখে প্রয়োগ করুন। ১০-১৫ মিনিট রেখে দিন। এরপর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। ব্রণের দাগ হালকা করতে সপ্তাহে দুইবার এই টোনার ব্যবহার করুন।

সূত্র- বোল্ডস্কাই