বর্ষায় অর্কিডের যত্ন
অর্কিড আভিজাত্যের প্রতীক। অর্কিডের ফুল দীর্ঘস্থায়ী হয় এবং এই গাছ অল্প যত্নে বেড়ে উঠে বলে এর জনপ্রিয়তা বিশ্বব্যাপী। এই গাছটির পরিচর্যা একদিকে যেমন সহজ অন্যদিকে তেমনি কঠিন। যারা মনে করেন অর্কিডের পরিচর্যা করা খুব কঠিন কাজ এবং এই গাছ নিয়ে যারা সংশয়ে পড়ে যান এদের কখন,কোথায়,কিভাবে রোপণ করবেন এবং রোপণের পর কিভাবে যত্ন নিবেন। তাদের জন্য সুখবর হলো বর্ষাকাল অর্কিড গাছ কেনার এবং পরিচর্যার আদর্শ সময়। এই সময় আবহাওয়া আর্দ্র থাকে, প্রচুর বৃষ্টিপাত হয় আর রাতের তাপমাত্রা সহনীয় থাকে। তাই বাংলাদেশের আবহাওয়ায় এই সময় বাগানে অর্কিড খুব সহজেই যোগ করতে পারেন। যারা অর্কিড লাগানোর ক্ষেত্রে নতুন তাদের জন্য কিছু বিষয় জানা জরুরি। বর্ষাকালে অর্কিড গাছ সবচেয়ে দ্রুত বাড়ে। গাছে নতুন পাতা ও শিকড় বাড়তে দেখা যায়। তাই আপনি যদি এই সময়টা গাছের সঠিক যত্ন নিতে পারেন তাহলে শরৎ ও বসন্তকালে অর্কিড গাছ ফুলে ভরে যাবে এবং গাছটিও সতেজ ও সুন্দর থাকবে। তাহলে চলুন জেনে নেওয়া যাক বর্ষায় যেভাবে অর্কিডের যত্ন নিবেন।
১.অতিরিক্ত পানি দেওয়া যাবে না
অর্কিড পরগাছা জাতীয় গাছ। এরা অন্যগাছের উপর আশ্রয় নিয়ে সহজেই জীবন ধারণ করে থাকে। বেশিরভাগ অর্কিড বাতাস থেকেই নিজেদের খাদ্য সংগ্রহ করে থাকে। কিন্তু যখন একে আপনি আপনার বাগানে নিয়ে আসেন তখন একে অন্যান্য ফুলের গাছের মতো মনে করবেন না। এরা অল্প যত্নেই চমৎকার বেড়ে উঠে। র্বষায় আবহাওয়া আর্দ্র থাকে তাই অর্কিডে যদি বৃষ্টির পানি লাগে তাহলে আবার পানি দেবেন না। অর্কিড বেশি পানি পছন্দ করে না। আর যদি ফুলের কুড়ি ও গাছের ডালের মাঝে পানি জমে থাকে তাহলে তুলা বা টিস্যু দিয়ে সেই পানি দ্রুত মুছে ফেলতে হবে না হলে এই জমে থাকা পানি আপনার শখের অর্কিড গাছে পচন ধরাতে পারে।
২. আলো ও বাতাসযুক্ত স্থানে রাখতে হবে
বর্ষাকালে অর্কিড গাছকে সবসময় আলো ও বাতাসযুক্ত স্থানে রাখতে হবে। অর্কিড গাছকে কড়া রোদে নয় বরং সকালে সূর্যের আলো আসে এবং সারাদিন পরোক্ষ আলো থাকবে এমন স্থানে রাখা উচিত। কড়া রোদে অর্কিড গাছের পাতায় কালো দাগ পড়ে যায়। আর যে স্থানে অর্কিড রাখবেন সেই স্থানে যেন বাতাস চলাচল থাকে তাহলে বৃষ্টির পানি বা অতিরিক্ত পানি বাতাসে শুকিয়ে যাবে।
৩.ছত্রাকের আক্রমণ প্রতিরোধ করতে হবে
অর্কিড গাছে সাধারণত কোনো ধরণের পোকা-মাকড়ের উৎপাত দেখা যায় না কিন্তু বর্ষাকালে ছত্রাকের আক্রমণ দেখা দিতে পারে। তাই নিয়মিত গাছের পাতা ও গোড়ার দিকে খেয়াল রাখুন। যদি অর্কিডে ছত্রাক আক্রমণ করে তাহলে বাজারে প্রচলিত বিভিন্ন ছত্রাকনাশক প্যাকেটের নির্দেশনা অনুযায়ী ব্যবহার করুন।
৪.বৃষ্টির পানি সংগ্রহ করে রাখুন
অর্কিড বৃষ্টির পানি পছন্দ করে । তাই বর্ষাকালে অর্কিড গাছে র্বৃষ্টির পানি লাগতে দিন। বৃষ্টির পানিতে যে নিউট্রিয়েন্টস রয়েছে সেগুলোর কারণে অর্কিড গাছ আরও সতেজ ও সুন্দর হয়ে উঠে । তাই বলে গাছ সবসময় বৃষ্টিতে ভিজতে দিবেন না। বৃষ্টির পানি রাসায়নিক সারের বিকল্প হিসেবে কাজ থাকে। যারা অর্কিডে রাসায়নিক সার ব্যবহার করতে চান না তারা বৃষ্টির পানি সংগ্রহ করে রেখে দিতে পারেন যা পরবর্তীতে গাছে প্রয়োগ করতে পারেন।
৫. সার প্রয়োগ করুন
অর্কিড গাছে সার প্রয়োগ করা প্রয়োজন । কারণ সব অর্কিড বাতাস থেকে খাদ্য সংগ্রহ করতে পারে না। তাই বর্ষাকালে অর্কিডে প্রতি সপ্তাহে একবার করে সার প্রয়োগ করতে হবে। সেক্ষেত্রে আপনি রাসায়নিক সার NPK-20 20 20, NPK-12 61 00, NPK-19 19 19, NPK-00 00 50 ব্যবহার করতে পারেন। অর্কিড গাছে রাসায়নিক সার ব্যবহারের পরদিন অবশ্যই গাছকে ভালো করে ধুয়ে দেবেন যাতে কোনো সারের অবশিষ্ট গাছে লেগে না থাকে।
সূত্র: রিডার ডাইজেস্ট